কাকদ্বীপ, 11 জুলাই : সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ছোট ইলিশ ধরা । আজ প্রায় কয়েকশো কেজি ছোট ইলিশ বাজেয়াপ্ত করল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে, সুন্দরবন পুলিশ কাকদ্বীপে 117 নম্বর জাতীয় সড়কের উপরে বেশ কিছু মাছের গাড়িতে তল্লাশি অভিযান চালায় । তল্লাশি চালানোর সময় ছোট ইলিশ বোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করে কাকদ্বীপ থানার পুলিশ । উদ্ধার করা হয় কয়েকশো কেজি ছোট ইলিশ ৷ গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককে ৷
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পায় নামখানা বন্দর থেকে একটি ছোট ইলিশ বোঝাই ট্রাক ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে যাচ্ছে ৷ সেই সময় কাকদ্বীপের পাকারপোলের কাছে ট্রাকটিকে আটক করে পুলিশ । ওই গাড়িতে তল্লাশি চালানো হলে দেখা যায় তাতে 26 ক্রেট ইলিশ রয়েছে ৷ সবই ছোট আকারের ইলিশ মাছ । প্রত্যেকটি ইলিশ মাছের ওজন 100 থেকে 150 গ্রাম ৷ তৎক্ষণাত ট্রাকটিকে বাজেয়াপ্ত করে তার চালককে গ্রেফতার করা হয় ।
দক্ষিণ 24 পরগনার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত কুমার প্রধান জানিয়েছেন, ‘‘এদিনই এফ বি শঙ্খপ্রদীপ নামের একটি ট্রলার গভীর সমুদ্র থেকে ওই ছোট ইলিশ ধরে নামখানার ঘাটে আসে । সেখান থেকেই ট্রাকে বোঝাই করে ইলিশগুলি ডায়মন্ড হারবারের দিকে আসছিল । সবই 100 থেকে 150 গ্রাম ওজনের মাছ ৷’’ প্রায় কয়েকশো কেজি ওজনের ছোট ইলিশ ধরা পড়েছে বলে জানান তিনি । ছোট ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ট্রলার মালিক কাকদ্বীপের বাসিন্দা লক্ষ্মণ দাসের বিরুদ্ধে মামলা করা হয়েছে । বাজেয়াপ্ত ওই ইলিশের কিছু পরিমাণ পাঠিয়ে দেওয়া হয় কলকাতার কয়েকটি বৃদ্ধাবাসে । বাকি ইলিশ মাছ নিলাম করে দেওয়া হয়েছে ।