পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচারের আগে বাজেয়াপ্ত কয়েক লাখ টাকার কাঠ - canning

খাল সংস্কারের সময় বহু গাছ কাটা হয়েছিল। সেই কাঠ পাচারের চেষ্টা করে পঞ্চায়েতের কয়েকজন সদস্য বলে অভিযোগ। তবে পাচারের আগেই কয়েক লাখ টাকার কাঠ বাজেয়াপ্ত করে পুলিশ।

বাজেয়াপ্ত হওয়া কাঠ

By

Published : Feb 9, 2019, 3:23 PM IST

ক্যানিং, ৯ ফেব্রুয়ারি : পাচারের আগেই ক্যানিং থানার তৎপরতায় বাজেয়াপ্ত করা হল কয়েক লাখ টাকার কাঠ। গতকাল ধামাখালিতে পাচার হওয়ার আগে তিনটি মোটর ভ্যান বোঝাই কাঠ বাজেয়াপ্ত করে পুলিশ।

ক্যানিং এক নম্বর ব্লকের বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাপুকুর এলাকায় খাল সংস্কার করার সময় বড় বড় বহু গাছ কেটে ফেলা হয়। পঞ্চায়েতের কয়েকজন সদস্য এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। খালের পাশে থাকা অন্তত পঞ্চাশ থেকে ষাটটি বড় বড় গাছ কেটে ফেলা হয়। সেই গাছগুলিই গোপনে পাচার করা হচ্ছিল।

বাশঁড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাসেম সর্দার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই বিষয়ে ইতিমধ্যেই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা জীবনতলা থানা ও মাতলা বন বিভাগে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মাতলা বন বিভাগ, ক্যানিং ও জীবনতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details