লক্ষীকান্তপুর, 5 মার্চ : পুলিশ ও বনদপ্তরের যৌথ অভিযানে উদ্ধার হল হরিণের চামড়া ৷ যার বাজারমূল্য কোটি টাকা বলে পুলিশের অনুমান ৷ দুই পাচারকারীকেও গ্রেপ্তার করেছে মন্দিরবাজার থানার পুলিশ৷
ক্রেতা সেজে হানা পুলিশের, কোটি টাকা মূল্যের হরিণের চামড়া সহ গ্রেপ্তার 2 - মন্দিরবাজার থানার খবর
পুলিশ ও বনদপ্তরের যৌথ অভিযানে হরিণের চামড়া সহ দুই পাচারকারী ।
হরিণের চামড়া পাচার করা হবে বলে গোপন সূত্রে জানতে পারে পুলিশ । এরপর বনদপ্তরের কর্মীদের নিয়ে লক্ষীকান্তপুরের একটি আবাসিক হোটেলে ক্রেতা সেজে হানা দেন মন্দিরবাজার থানার OC সঞ্জয় দে । এমনকী নকল টাকা দিয়ে হরিণের চামড়া কেনার ছকও কষে । পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে যায় দুই পাচারকারী বরুণ কর্মকার ও স্নেহাশিস হালদার। ধৃতরা মন্দিরবাজার থানা এলাকার গাব বেড়িয়ার বাসিন্দা বলে জানা গেছে ।
এই ঘটনার পিছনে কোনও আন্তর্জাতিক পাচারচক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।