পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Death in Snake Bite: সৎকার না করে সাপে কাটা শিশুর দেহ ভাসাল পরিবার, পুলিশে এসে পাঠাল ময়নাতদন্তে - snake bitten child body from river

Snake Bitten Child Body Recovered from River: সাপে কাটা দেহে প্রাণ ফিরে পেতে ভেলায় করে নদীতে ভাসিয়ে দিল পরিবারের লোকজন ৷ পুলিশ এসে শিশুর দেহ উদ্ধার করে পাঠাল ময়নাতদন্তে ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ৷

Snake Bitten Child Body Recovered from River
সাপে কাটা দেহ ভাসানো হল নদীতে

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 5:41 PM IST

সৎকার না করে সাপে কাটা শিশুর দেহ ভাসাল পরিবার

কাকদ্বীপ, 23 অগস্ট: সাপের ছোবলে মৃত শিশুর দেহ সৎকার না করে প্রাণ ফিরে পাওয়ার আশায় ভাসিয়ে দেওয়া হল নদীর জলে । খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মর্গে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের প্রসাদপুরে । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

জানা গিয়েছে, প্রসাদপুরের বাসিন্দা লক্ষ্মণ দাসের বছর পাঁচেকের ছেলে তুষার মঙ্গলবার বাড়ির উঠোনে খেলা করছিল । সেই সময় হঠাৎ তাকে একটি বিষাক্ত সাপ ছোবল মারে । বিষের জ্বালায় তখন ছটফট করতে থাকে বাচ্চাটি । পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি । মৃত্যুর কোলে ঢোলে পরে সে । এরপর মৃত ছেলের দেহে প্রাণ ফিরে পাওয়ার লক্ষ্যে মনসামঙ্গল কাব্যের পৌরাণিক কাহিনীর মত সুসজ্জিত কলার ভেলায় দেহ চাপিয়ে মুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয় ওই পরিবার । বুধবার নদীতে ওই ভেলা দেখেতে পায় গ্রামবাসীরা । এরপর তারাই খবর দেয় থানায় । খবর পেয়ে পুলিশ এসে ওই ভেলা ও দেহ উদ্ধার করে ।

শিশুটির কাকা বিভীষণ দাস বলেন, "সাপের কামড়ে মৃত্যু হয়েছিল তুষারের । তার দেহে প্রাণ ফিরে পাওয়ার আশায় কলার ভেলায় করে সেটিকে ভাসিয়ে দেওয়া হয় মুড়িগঙ্গা নদীতে । এটা অবশ্যই একটি কুসংস্কার । কিন্তু মৃত বাচ্চাকে ফিরে পেতে শেষমেশ কিছু করার ছিল না । অনেক আশা নিয়ে মনসা মায়ের উপর ভরসা করে সেই কুসংস্কারের আশ্রয় নিতে হয়েছিল আমাদের ।"

আরও পড়ুন:কুসংস্কারের বলি খোদ ওঝা, সাপের কামড়ে সময়ে হাসপাতালে না যাওয়ায় মৃত্যু

এই ঘটনা জানাজানি হওয়ার পরই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে ৷ একবিংশ শতকে দাঁড়িয়েও কুসংস্কার থেকে বেরতে পারছে না গ্রামের বাংলার মানুষজন । এই ছবি থেকে যেন আরও একবার তা স্পষ্ট । এখনও পর্যন্ত গ্রামের মানুষের বিশ্বাস সাপে কাটাকে কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দিলে সেই দেহে প্রাণ ফিরিয়ে দেন মা মনসা ৷ এই শতকেও যেন মনসা মঙ্গল কাব্যের ছায়া । ফুল দিয়ে সাজানো কলার ভেলা । তাতে শুয়ে আছে শিশুর নিথর দেহ । নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে তাকে ।

ABOUT THE AUTHOR

...view details