কুলতলি, 8 জুন:মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল ৷ তারপর থেকেই বন্ধ সেই নম্বর ৷ এই ঘটনার 22 দিন পর ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ৷বৃহস্পতিবার কুলতলির পালের চক এলাকার একটি বাগান থেকে মাটি খুড়ে উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় তন্ময় মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুলতলী থানার পুলিশ ।
মৃতের পরিবার সূত্রে খবর, ইমারতির দ্রব্যের ব্যবসায় এলাকায় বেশ প্রসার জমিয়েছিলেন ব্যবসায়ী বিজয়কৃষ্ণ ৷ হঠাৎই ছন্দপতন ঘটে ৷ মে মাস নাগাদ হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন ওই ব্যবসায়ী ৷ 17 মে ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে ফোন করলে বিজয় কৃষ্ণের ফোন ধরেন এক ব্য়ক্তি ৷ তারপরেই ওই ব্যবসায়ীর বাড়িতে 50 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে ৷ ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি জানান টাকা দিলেই ফিরবেন ওই ব্যবসায়ী ৷ পুলিশকে বিষয়টি না জানানোর কথাও বলা হয়েছিল ৷ এরপরেই ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷