কাকদ্বীপ, 14 জুন: তেলের গুদামে হানা দিয়ে উদ্ধার হল 36 ব্যারেল বেআইনি ডিজেল, পাশাপাশি গ্রেফতার করা হল খোকন রানা নামে এক ব্যক্তিকে ৷
গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ শনিবার বিকেলে কাকদ্বীপের অক্ষয়নগর এলাকার সামন্তরচকের মহাদেব রানার গুদামে হানা দেয় পুলিশ। সেখানেই কর্মচারী ছিলেন খোকন রানা ৷ ওই গুদাম থেকে ৩৬ ব্যারেল ডিজেল ও প্রচুর পরিমাণে কেরোসিন তেল বাজেয়াপ্ত করে পুলিশ । যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা । এই ঘটনায় খোকন রানাকে রবিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।