কাশীপুর, 26 জানুয়ারি : দক্ষিণ 24 পরগনার কাশীপুর থানার পুলিশি অভিযানে ভাঙা হল জুয়া সাট্টার ঠেক ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সাতুলিয়ায় দীর্ঘদিন ধরে চলা জুয়া সাট্টার ঠেক ভাঙল পুলিশ। কাশীপুর থানার ওসি সমরেশ ঘোষ ও ডিএসপি (ক্রাইম) তমাল সরকারের যৌথ নেতৃত্বে এদিনের এই অভিযান চলে। ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুয়া-সাট্টার ঠেক ভাঙল পুলিশ, গ্রেপ্তার 6 - পুলিশি অভিযানে ভাঙা হল জুয়া সাট্টার ঠেক
দীর্ঘদিন ধরে চলা জুয়া-সাট্টার ঠেক ভাঙল পুলিশ ৷ ঘটনাটি কাশীপুরের সাতুলিয়ায় ৷
দীর্ঘদিন ধরে এই এলাকায় জুয়া-সাট্টা খেলার খবর আসছিল পুলিশের কাছে। একাধিকবার পুলিশ রেড করলেও কাউকেই ধরতে পারেনি। এলাকার সাধারণ মানুষের দাবি, এই জুয়া-সাট্টার জন্য এলাকায় দিন দিন চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটছিল। শনিবার রাতেই জিরানগাছা থেকে ডাকাতি সন্দেহে জড়ো হওয়া দুই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ।
কাশীপুর থানায় নতুন আধিকারিক দায়িত্বে এসে একের পর এক অভিযান চালিয়ে যে ভূমিকা পালন করছে,তাতে খুশি এলাকার সাধারণ মানুষ। ডিএসপি ক্রাইম তমাল সরকার ঘটনা প্রসঙ্গে জানান, সূত্র মারফত খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ঠেক ভেঙেছি।