পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাস্কহীনদের কান ধরে ওঠ-বোস করাল ক্য়ানিং থানার পুলিশ - করোনা

মাস্কহীনদের শায়েস্তা করতে কঠোর পদক্ষেপ ক্য়ানিং থানার পুলিশের ৷ মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই তাঁদের পাকড়াও করা হচ্ছে ৷ করা হচ্ছে মাস্ক বিলি ৷ মাস্ক না পরায় কয়েকজনকে আবার কান ধরে ওঠ-বোসও করতে হল ৷

If you go out on the street without Max, you will have to go out in public
মাস্কহীনদের কান ধরে ওঠ-বোস করাল ক্য়ানিং থানার পুলিশ

By

Published : Apr 28, 2021, 8:59 PM IST

ক্যানিং, 28 এপ্রিল : সারা দেশ তথা রাজ্যের সঙ্গেই দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমাতেও লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে রাস্তায় বেরোলেই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ৷ মানুষকে সচেতন করতে চলছে প্রচারও ৷ তবুও সবকিছু অগ্রাহ্য করে কিছু মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছেন। আর এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন লোকেদের সবক শেখাতেই এবার লাঠি হাতে রাস্তায় নামল পুলিশ ৷

এখনও হুঁশ ফেরেনি বহু মানুষের ৷ বুধবার তারই সাক্ষী থাকল ক্য়ানিং ৷

কাউকে কান ধরে ওঠ-বোস করানো হচ্ছে, কাউকে সটান টেনে তোলা হচ্ছে পুলিশের গাড়িতে ৷ বুধবার দিনভর এমনই ছবি ধরা পড়ল ক্য়ানিংয়ের রাস্তায় ৷ করোনা আবহে মাস্ক ছাড়া যাঁরাই রাস্তা বেরিয়ে ছিলেন, এদিন তাঁদের এই ভাবেই স্বাস্থ্যবিধির পাঠ পড়িয়েছে ক্য়ানিং থানার পুলিশ ৷

আরও পড়ুন :দেরিতে হলেও তবু মন্দের ভাল, করোনা রুখতে রায়গঞ্জবাসীর দাওয়াই মাস্ক

এর পাশাপাশি, অসংখ্য মানুষকে মাস্ক বিলিও করা হয়েছে পুলিশের তরফে ৷ তাদের দাবি, সংক্রমণের কথা জানা সত্ত্বেও বহু মানুষ এখনও ভীষণ রকমের অসচেতন ৷ স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কাই করছেন না তাঁরা ৷ কেউ বাড়ি থেকেই বেরোচ্ছেন মাস্ক ছাড়া ৷ কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও তা থাকছে হয় পকেটে, আর না হয় ব্যাগে ৷ এমন অসচেতনতার জন্যই বাড়ছে সংক্রমণ ৷ অথচ প্রশাসনের আবেদন, নিবদনে কোনও কাজ হচ্ছে না ৷ তাই খানিকটা বাধ্য হয়েই কড়া পদক্ষেপ করতে হল ক্য়ানিং থানাকে ৷

ABOUT THE AUTHOR

...view details