ক্যানিং, 28 এপ্রিল : সারা দেশ তথা রাজ্যের সঙ্গেই দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমাতেও লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে রাস্তায় বেরোলেই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ৷ মানুষকে সচেতন করতে চলছে প্রচারও ৷ তবুও সবকিছু অগ্রাহ্য করে কিছু মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছেন। আর এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন লোকেদের সবক শেখাতেই এবার লাঠি হাতে রাস্তায় নামল পুলিশ ৷
কাউকে কান ধরে ওঠ-বোস করানো হচ্ছে, কাউকে সটান টেনে তোলা হচ্ছে পুলিশের গাড়িতে ৷ বুধবার দিনভর এমনই ছবি ধরা পড়ল ক্য়ানিংয়ের রাস্তায় ৷ করোনা আবহে মাস্ক ছাড়া যাঁরাই রাস্তা বেরিয়ে ছিলেন, এদিন তাঁদের এই ভাবেই স্বাস্থ্যবিধির পাঠ পড়িয়েছে ক্য়ানিং থানার পুলিশ ৷