পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Biman Banerjee: দুর্ঘটনার কবলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়, জখম হলেন পাইলট গাড়ির চালক - বিমান বন্দ্যোপাধ্যায়

দক্ষিণ 24 পরগনার জয়নগরের গোচারণের কাছে ঘটনাটি ঘটেছে । গুরুতর জখম হয়েছেন কনভয়ের গাড়ি চালক । স্পিকারের গাড়ির অবশ্য কোনও ক্ষতি হয়নি । সুস্থই রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 11:07 PM IST

গোচারণ (দক্ষিণ 24 পরগনা), 21 সেপ্টেম্বর: দুর্ঘটনার কবলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয় । জয়নগর কুলতলী প্রেস ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয় ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন কনভয়ের গাড়ি চালক । যদিও বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার স্পিকার সুস্থই রয়েছেন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার জয়নগরের গোচারণের কাছে ঘটনাটি ঘটেছে । কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার । তাঁর গাড়ির সামনে থাকা কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি । চোট পান ওই গাড়ির চালক । তাঁকে তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয় । স্পিকারের গাড়ির অবশ্য কোনও ক্ষতি হয়নি ।

এ বিষয়ে বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘ভাগ্যের জোড়ে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছি আমি । আমার কনভয়ের গাড়ি চালক এই দুর্ঘটনার ফলে আহত হয়েছেন । আহত ওই গাড়ির চালকের দ্রুত আরোগ্য কামনা করছি ।’’

আরও পড়ুন: বিধানসভার অন্দরে বারে বারে বাজছে ফোন, উষ্মা প্রকাশ অধ্যক্ষের

পথ দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয় । এর আগে বেহালা-সহ একাধিক জায়গায় দুর্ঘটনায় আঙুল উঠেছিল প্রশাসনের দিকে ৷ খারাপ রাস্তাকেও দায়ী করেছেন অনেকে ৷ রাস্তা খারাপের জন্যই কী এবার পথ দুর্ঘটনার কবলে স্পিকার ?‌ এই প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

ABOUT THE AUTHOR

...view details