গোচারণ (দক্ষিণ 24 পরগনা), 21 সেপ্টেম্বর: দুর্ঘটনার কবলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয় । জয়নগর কুলতলী প্রেস ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয় ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন কনভয়ের গাড়ি চালক । যদিও বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার স্পিকার সুস্থই রয়েছেন ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার জয়নগরের গোচারণের কাছে ঘটনাটি ঘটেছে । কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার । তাঁর গাড়ির সামনে থাকা কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি । চোট পান ওই গাড়ির চালক । তাঁকে তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয় । স্পিকারের গাড়ির অবশ্য কোনও ক্ষতি হয়নি ।