পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুরে মাদকবিরোধী মিছিলে পা টলমল 'মত্ত' IC-র, সাসপেন্ড ! - সোনারপুর

মাদকবিরোধী প্রচার মিছিলে মদ্যপ অবস্থায় হাঁটলেন সোনারপুর থানার IC অসিতবরণ কুইলা । তাঁকে সাসপেন্ড করা হয়েছে ।

পুলিশ

By

Published : Jun 27, 2019, 5:41 PM IST

Updated : Jun 27, 2019, 5:52 PM IST

সোনারপুর, 27 জুন : থানার উদ্যোগে চলছে মাদকবিরোধী প্রচার মিছিল । আর সেখানেই মত্ত অবস্থায় দেখা গেল সোনারপুর থানার IC অসিতবরণ কুইলাকে । এই ঘটনায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে ।

আজ সোনারপুর থানার উদ্যোগে মাদক বিরোধী প্রচারের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন বারুইপুরের SP রশিদ মুনির খান । ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা । তাঁদের সামনেই রীতিমতো মদ্যপান করে প্রচারে অংশ নেন সোনারপুর থানার IC । কখনও টলমল পায়ে হাঁটছেন । কখনও বা প্রচারে অংশ নেওয়া এক ব্যক্তিকে মারছেন চাপড় ।

মদ্যপ অবস্থায় মিছিলে সোনারপুর থানার IC

বিষয়টি সামনে আসতেই তাঁকে সাসপেন্ড করা হয় । তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন ভাঙড় থানার IC সৌগত রায় । আপাতত তিনিই এই দায়িত্ব সামলাবেন ।

Last Updated : Jun 27, 2019, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details