পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্যানিংয়ে গুলিবিদ্ধ পুলিশকর্মী - ক্যানিং

দুষ্কৃতীদের মধ্যে ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ ৷ গুলিবিদ্ধ এক পুলিশকর্মী ৷ প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ওই পুলিশকর্মীকে ৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানন্তরিত করা হয় ৷

image
গুলিবিদ্ধ পুলিশ

By

Published : Dec 11, 2019, 6:42 PM IST

ক্যানিং, 11 ডিসেম্বর : দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা থামাতে গিয়ে গুলিবিদ্ধ এক পুলিশকর্মী । জখম পুলিশ কর্মীর নাম সোম রাই টুডু । তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । অবস্থার অবনতি হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানন্তরিত করা হয় ৷

গতরাতে ক্যানিং বাজার লাগোয়া সাত নম্বর দিঘির পাড় এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয় । তাতে নাম জড়ায় স্থানীয় দুষ্কৃতী বিপ্লব সেনের । খবর পেয়ে পুলিশ সেখানে গেলে বাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত বিপ্লব পলাতক

ঘটনার পর বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, ক্যানিংয়ের SDPO দেবী দয়াল কুণ্ডু ও পুলিশবাহিনী নিয়ে এলাকায় পৌঁছান ৷ তল্লাশি চালানো হয় সেখানে। এক জনকে গ্রেপ্তারও করা হয় । এর পাশাপাশি এলাকা থেকে দুটি মোটরবাইক উদ্ধার করা হয়ে ৷ যদিও এখনও পর্যন্ত পলাতক মূল অভিযুক্ত । ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ৷ ।

ABOUT THE AUTHOR

...view details