পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্দেশিকা না মেনে বাজারে জমায়েত, লাঠিচার্জ পুলিশের

সকাল থেকে অভিযান চালিয়ে কাশিপুর থানার পুলিশ পাঁচজনকে আটক করেছে ।

By

Published : Mar 24, 2020, 11:25 PM IST

police-lathi-charge-on-people-who-are-violating-lockdown-in-south-24-pargana
police-lathi-charge-on-people-who-are-violating-lockdown-in-south-24-pargana

ভাঙড়, 24 মার্চ: লকডাউন উপেক্ষা করে রাস্তায় বের হলেই জুটছে পুলিশের লাঠি । এই ছবি দেখা গেল ভাঙড়ের কাশিপুর থানার পাকাপোলে । আজ পাকাপোল বাজারে অভিযান চালায় পুলিশ । বাজার সেভাবে না বসলেও মানুষের জমায়েত ছিল । পুলিশ আসতেই পালাতে শুরু করে অনেকে । জমায়েত ভাঙতে লাঠিচার্জ করে পুলিশ । পাকোপোল বাজারের পাশাপাশি এলাকার পিঠাপুকুর, সাতুলিয়া, কচুয়া, পোলেরহাট বাজারে অভিযান চালানো হয় ।

সকাল থেকে অভিযান চালিয়ে কাশিপুর থানার পুলিশ পাঁচজনকে আটক করেছে । লকডাউনের নিয়ম না মেনে যে সব ব্যবসায়ী দোকান খুলেছিল তা বন্ধ করে দেয় পুলিশ ৷ বিশেষ করে এলাকায় চায়ের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ-প্রশাসন । নিয়ম অমান্য করলেই লাঠিচার্জ করছে পুলিশ ৷

পথে বেরোলেই জুটছে পুলিশের লাঠি

পুলিশের পাশাপাশি ভাঙড় 2 নম্বর ব্লকের BDO কৌশিক কুমার মাইতিও রাস্তায় নামেন । এলাকার বাজারগুলি ঘুরে দেখেন তিনি ৷ জমায়েত দেখলেই নিজের উদ্যোগেই তা সরিয়ে দেন । কৌশিক কুমার মাইতির কথায়, "প্রশাসনের তরফে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে ৷ কিন্তু সাধারণ মানুষ সচেতন না হলে কোরোনার মোকাবিলা করা খুব কঠিন হয়ে যাবে ।"

ABOUT THE AUTHOR

...view details