সোনারপুর, 11 জুলাই : নৃশংসভাবে খুন বাবা ও মেয়ে । মৃতদের নাম বাসুদেব গঙ্গোপাধ্যায় ও সুনিতা পণ্ডিত । ঘটনার পর থেকে পলাতক যুবতির স্বামী । সোনারপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দু'জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে । দেহ উদ্ধারের সময় যুবতির গলায় বিয়ারের বোতল ঢোকানো ছিল । অন্যদিকে মৃত ব্যক্তির যৌনাঙ্গ কাটা ছিল । ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ । যুবতির স্বামীর খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা ।
সুভাষগ্রামের সুকান্ত সরণীতে বাড়ি বাসুদেব গঙ্গোপাধ্যায়ের । বছর পঞ্চাশের বাসুদেববাবুর সঙ্গে একই বাড়িতে থাকতেন তাঁর মেয়ে সুনিতা পণ্ডিত । আজ বাড়ি থেকে তাঁদের দুজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুনিতা বাসুদেবের পালিতা মেয়ে । সুনিতার সাথে রমেশ পণ্ডিতের বিয়ে হয়েছিল । মৃতদেহগুলি উদ্ধারের আগে না কি রমেশ ওই বাড়িতেই ছিল ।