ভাঙড়, 21 জুন:মনোনয়নকে কেন্দ্র করে অশান্তি এবং তার জেরে ভাঙড়ে গত 15 জুন তৃণমূল নেতা রাজু নস্কর খুনের ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ মোট 68 জন আইএসএফ সমর্থকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল কাশীপুর থানার পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির 302 (খুন) ধারা ছাড়াও 34 নম্বর ধারায় সংগঠিত অপরাধ এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বুধবার নওশাদ জানান, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যারা অশান্তি পাকিয়েছিল তারাই আবার অভিযোগ করছে।
কিছুদিন আগে এই কাশীপুর থানাতেই তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তাঁর ছেলে হাকিবুল ইসলাম-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। গত 15 জুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত ভাঙড় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। তৃণমূল সমর্থকদের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। মুহুর্মুহু বোমা, গুলিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা ৷ এই ঘটনায় তৃণমূলের দু'জন এবং আইএসএফের একজন মোট তিনজন রাজনৈতিক কর্মী সমর্থকের মৃত্যু হয়েছে বলে খবর।
এই ঘটনায় রাজ্য-রাজনীতিত তোলপাড় হয়ে যায়। কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নির্বাচনে আইন-শৃঙ্খলা সামলানোর দায়িত্বে ছিলেন রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা। পরপর তিনদিন অশান্ত হয়ে ওঠে ভাঙড় এলাকা। এরপরই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এমনকী রাজ্যপাল ভাঙড়ে যাওয়ার সময় রাস্তায় যত্রতত্র তাজা বোমা পড়ে থেকতে দেখা যায় ৷ পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এরিয়া ডমিনেশনের কাজে গেলে উন্মত্ত রাজনৈতিক কর্মী সমর্থকদের রোষের মুখে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। ঘটনার পর এবার ভাঙড়ের বিধায়ক-সহ একাধিক আইএসএফ কর্মীর বিরুদ্ধেই খুনের মামলা রুজু করল পুলিশ ৷