পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাস্কহীনদের সবক শেখাতে লাঠি হাতে রাস্তায় পুলিশ - ক্যানিং

করোনার বাড়বাড়ন্তেও উদাসীন কিছু মানুষ ৷ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে ৷ মানছেন না কোনও স্বাস্থ্যবিধি ৷ বুধবার ক্য়ানিং বাজারে এমন বেয়াড়াদেরই লাঠি হাতে সবক শেখাল পুলিশ ৷ ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লাঠি হাতে টহল দিল গোটা এলাকায় ৷ মাস্কহীন মুখ দেখলেই লাঠি উঁচিয়ে তেড়ে গেলেন পুলিশ কর্মীরা ৷

Wb_s24_01_canning_police_acction_wbs10024
মাস্কহীনদের সবক শেখাতে লাঠি হাতে রাস্তায় পুলিশ

By

Published : Apr 21, 2021, 8:02 PM IST

ক্যানিং, 21 এপ্রিল :বুধবার সকালে ক্যানিং বাজারে বাজার করতে আসা বহু মানুষের মুখেই মাস্ক ছিল না ৷ দিনের পর দিন যখন ক্যানিং মহকুমার বিভিন্ন প্রান্তে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, ঠিক তখনই সামনে এল গণহারে অসচেতনতার এমন নিদর্শন ৷ আর তাই শেষমেশ লাঠি হাতে রাস্তায় নামতে হল পুলিশকে ৷

এদিন দুপুরে ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লাঠি হাতে পথে নামে ৷ ক্যানিং বাস স্ট্যান্ড থেকে শুরু করে ক্যানিং মাছ-বাজার, সবজি-বাজার, রেলস্টেশন সংলগ্ন বাজার ও ক্যানিং মাতলা ব্রিজ রোডে বাস, অটো-সহ বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করে পুলিশ ৷

আরও পড়ুন :বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি মোদি মেড ডিজাস্টার : মমতা

মাস্ক ছাড়া কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই এদিন তাঁদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে গিয়েছে পুলিশ ৷ বাজারের ক্রেতা, বিক্রেতা সকলকেই কড়া ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোলেই পুলিশের লাঠির বাড়ি খেতে হবে আইনভঙ্গকারীদের ৷

এদিনও বেশ কয়েকজনকে লাঠির ঘা খেতে হয়েছে ৷ কাউকে আবার মাস্ক কিনে এনে পরিয়েও দিয়েছেন পুলিশ কর্মীরা ৷ তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেই সব মানুষ, করোনাবিধি মেনে চলছেন অক্ষরে অক্ষরে ৷

ABOUT THE AUTHOR

...view details