ভাঙড়, 5 জুন : বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশকে রক্ষা করতে ময়দানে নামলেন প্রশাসনিক আধিকারিকরা । শনিবার জলাশয় বুজিয়ে তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিলেন ভাঙড়ের কাশীপুর থানার পুলিশ ।
লকডাউনের কারণে বন্ধ বহু সরকারি অফিস । সেই সুযোগ কাজে লাগিয়ে ভাঙড় 2 ব্লকের বিভিন্ন জায়গায় চলছে অবৈধ নির্মাণ । সরকারি জায়গায় তৈরি করা হচ্ছে বেআইনি দোকান ঘর । শনিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে গ্রামীণ হাসপাতাল লাগোয়া জলাশয়ে অবৈধ নির্মাণ বন্ধ করতে অভিযান চালায় পুলিশ । কাশীপুর থানার পুলিশ কংক্রিটের নির্মাণ ভেঙে সেখানে গাছ লাগান । এদিন এই অভিযানে সামিল হয়েছিলেন কাশীপুর থানার পুলিশ অফিসার সমরেশ ঘোষ ও বিডিও কার্তিকচন্দ্র রায় । এদিন প্রশাসনের পক্ষ থেকে সেগুন, ছাতিম, মেহগনি গাছ লাগানো হয় বিভিন্ন জায়গায় । বিডিও বলেন, "অবৈধ নির্মাণ রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্মাণ ভেঙে ওই সমস্ত জায়গায় গাছ লাগানো হচ্ছে ।"