পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Magrahat Double Murder Case : মিলল না আইনজীবী, মগরাহাট জোড়া খুনে অভিযুক্তের পুলিশি হেফাজত - মগরাহাট জোড়া খুন কাণ্ডের আপডেট

অভিযুক্তের বিরুদ্ধে কেউ সওয়াল করতে রাজি নন ৷ বিচারকের নির্দেশে মগরাহাট জোড়া খুন কাণ্ডে ধৃতের 14 দিনের পুলিশি হেফাজত ৷

Magrahat Double Murder
মগরাহাট জোড়া খুন কাণ্ডে ধৃত জানে আলম

By

Published : Apr 11, 2022, 5:30 PM IST

Updated : Apr 11, 2022, 5:47 PM IST

ডায়মন্ড হারবার, 11 এপ্রিল :মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলমের পক্ষে সওয়াল করবেন না ডায়মন্ডহারবার এসিজেএম আদালতের কোনও আইনজীবী । সোমবার এমনটাই জানান ডায়মন্ডহারবার ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ চক্রবর্তী । পাশাপাশি তিনি এও বলেন, "জানে আলমের নামে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানাতে ।"

পু‌লিশ জানে আলমকে নিজেদের হেফাজতে 14দি‌ন রাখার আবেদন করে আদালতের কাছে । মগরাহাট কাণ্ডে ধৃতের বিরুদ্ধে আইপিসির 302, 201, 25/27, 34 নং ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতকে সোমবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক পায়েল বন্দ্যোপাধ্যায় 14দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । এই ঘটনায় ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে কোনও আইনজীবী আসামীর পক্ষে সওয়াল জবাব করেননি । খুন ও অস্ত্র আইনের পাশাপাশি অপরাধমূলক কা‌জে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন :Magrahat Double Murder : সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে নৃশংস খুন, মগরাহাটে ধুন্ধুমার

এই নৃশংস ঘটনার পর স্বাভা‌বিক ছ‌ন্দে ফেরার চেষ্টায় মগরাহাট মাগুড়পুকুর এলাকা । মূল অ‌ভিযুক্ত জানে আলম মোল্লা গ্রেফতার হওয়ার পর শনিবার সকাল সাড়ে ন'টার পর থেকে ফের অশান্ত হয়ে ওঠে মাগুড়পুকুর । দু'দিন পর এখন প‌রি‌বেশ কিছুটা স্বাভাবিক । মৃতদের প‌রিবার-প‌রিজন থে‌কে স্থানীয়দের দা‌বি, অভিযুক্তের ফাঁসি হোক ।

আরও পড়ুন :Magrahat Double Murder Case : অবশেষে পুলিশের জালে মগরাহাট জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম

Last Updated : Apr 11, 2022, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details