ডায়মন্ড হারবার, 11 এপ্রিল :মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলমের পক্ষে সওয়াল করবেন না ডায়মন্ডহারবার এসিজেএম আদালতের কোনও আইনজীবী । সোমবার এমনটাই জানান ডায়মন্ডহারবার ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ চক্রবর্তী । পাশাপাশি তিনি এও বলেন, "জানে আলমের নামে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানাতে ।"
পুলিশ জানে আলমকে নিজেদের হেফাজতে 14দিন রাখার আবেদন করে আদালতের কাছে । মগরাহাট কাণ্ডে ধৃতের বিরুদ্ধে আইপিসির 302, 201, 25/27, 34 নং ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতকে সোমবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক পায়েল বন্দ্যোপাধ্যায় 14দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । এই ঘটনায় ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে কোনও আইনজীবী আসামীর পক্ষে সওয়াল জবাব করেননি । খুন ও অস্ত্র আইনের পাশাপাশি অপরাধমূলক কাজে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।