পাথরপ্রতিমা, 14 সেপ্টেম্বর : পাথরপ্রতিমা থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল ট্রলার ভর্তি কাপড় ৷ সন্দেহ হওয়ায় সোমবার রাতে সুন্দরবনের গোবদিয়া নদীর পাথরপ্রতিমা শ্মশানঘাটের কাছ থেকে দু‘টি ট্রলারকে আটক করে পুলিশ ৷ যার মধ্যে ছিল বিপুল পরিমাণ কাপড় ৷ প্রায় 6 কোটি টাকার কাপড় উদ্ধার করে পুলিশ। ঘটনায় দু‘জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত একজন সুদর্শন ওঝা স্থানীয় রামগঙ্গার বাসিন্দা ৷ ট্রলার দু‘টিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর থেকে দুটি ট্রলারের মাঝিরা পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। একটি ট্রলারের নাম 'জয় মা কালী' হলেও অন্য ট্রলারটির নাম জানা যায়নি।
ট্রলার দু‘টি কোথাকার এবং মালিক কে, তা জানার জন্য মৎস দফতরের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। দু‘টি ট্রলারের ভেতরে তল্লাশি চালিয়ে ৪১২টি বস্তা ভর্তি প্রায় ৩০ হাজারের বেশি বিভিন্ন ধরনের কাপড় উদ্ধার করা হয় ৷ বাজেয়াপ্ত কাপড়ের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকার বেশি বলে পুলিশের অনুমান। ধৃতকে মঙ্গলবার দুপুরে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে পুলিশ। এই আন্তর্জাতিক পাচার চক্রের জাল অনেক বড় বলে পুলিশের অনুমান।