ক্যানিং, 22 নভেম্বর: ধুমধাম করে শুরু হয়েছিল নাবালিকার বিয়ে । সাত পাকও শেষ হয়েছে । শুরু হয়েছে মালা বদল । এমন সময় বাড়ির সামনে উপস্থিত পুলিশের গাড়ি । খবর পেয়েই পালিয়ে যান বর ও কনে-সহ পরিবারের লোকজন । কিন্তু সেই সময় পুলিশ উপস্থিত হওয়ায় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি (Police Attacked While Preventing Marriage of a Minor)। মারধর করা হয়েছে কর্তব্যরত পুলিশদের । ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ কর্মী । আহতদের ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই পুলিশে তরফ থেকে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । অভিযোগ, পুলিশও এলাকাবাসী এমনকী মেয়েদেরও মারধর করে ৷
সোমবার ক্যানিং থানার গোপালপুর এলাকায় শুরু হয়েছিল বিয়ের তোড়জোড় । সেখানেই এক নাবালিকার সঙ্গে বিয়ে হচ্ছিল এক যুবকের। সেই বিয়ের খবর পায় পুলিশ । বিয়ে আটকানোর জন্য ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ কর্মীরা। পুলিশের সঙ্গে বিয়ে বাড়িতে আসা আত্মীয় স্বজনদের মধ্যে চলতে থাকে বাগবিতন্ডা । একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বিয়ে বাড়িতে আসা ক্ষুব্ধ মানুষজন । আর তাদের আক্রমণে আহত হন তিন পুলিশ কর্মী ।