মগরাহাট, 18 নভেম্বর : আসামিকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা। গ্রামবাসীদের হামলার মুখে পড়ল মগরাহাট থানার পুলিশ। আক্রান্ত মগরাহাট থানার দুই সাব ইনস্পেক্টর-সহ 4 পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার বাঁকিপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাহিতলার বাসিন্দা ইমতিয়াজ ফকির নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করতে বুধবার বিকেল রওনা দেন মগরাহাট থানার দুই ইন্সপেক্টর-সহ 4 পুলিশকর্মী বাঁকিপুর এলাকায় পৌঁছয়। পুলিশের উপস্থিতি দেখে পুলিশের গাড়ি লক্ষ্য করে গ্রামবাসীরা ইট-পাথর ছুড়তে শুরু করে। পুলিশের গাড়িতে ভাঙচুরও চালান হয়।
এই ঘটনার পর মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আক্রান্ত পুলিশকর্মীদের স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুনকুমার দে-এর নেতৃত্বে আরও বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশও লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশকে মারধরের ঘটনায় এখনও পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে।