পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Injured: মগরাহাটে আসামিকে ধরতে গিয়ে গ্রামবাসীদের হামলায় আহত পুলিশকর্মী - south 24 pgs

আসামিকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়ল মগরাহাট থানার পুলিশ। ঘটনায় আহত দুই ইন্সপেক্টর-সহ 4 পুলিশকর্মী ৷ আক্রান্তদের স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Police Injured
মগরাহাটে আসামিকে ধরতে গিয়ে গ্রামবাসীদের হামলায় আহত পুলিশকর্মী

By

Published : Nov 18, 2021, 9:41 AM IST

মগরাহাট, 18 নভেম্বর : আসামিকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা। গ্রামবাসীদের হামলার মুখে পড়ল মগরাহাট থানার পুলিশ। আক্রান্ত মগরাহাট থানার দুই সাব ইনস্পেক্টর-সহ 4 পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার বাঁকিপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাহিতলার বাসিন্দা ইমতিয়াজ ফকির নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করতে বুধবার বিকেল রওনা দেন মগরাহাট থানার দুই ইন্সপেক্টর-সহ 4 পুলিশকর্মী বাঁকিপুর এলাকায় পৌঁছয়। পুলিশের উপস্থিতি দেখে পুলিশের গাড়ি লক্ষ্য করে গ্রামবাসীরা ইট-পাথর ছুড়তে শুরু করে। পুলিশের গাড়িতে ভাঙচুরও চালান হয়।

এই ঘটনার পর মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আক্রান্ত পুলিশকর্মীদের স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুনকুমার দে-এর নেতৃত্বে আরও বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশও লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশকে মারধরের ঘটনায় এখনও পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে।

মগরাহাটে আসামিকে ধরতে গিয়ে গ্রামবাসীদের হামলায় আহত পুলিশকর্মী

আরও পড়ুন: পরকীয়ার সম্পর্ক জানতে পারায় খুন স্বামী, গ্রেফতার স্ত্রী

মগরাহাট থানার অন্তর্গত বাঁকিপুর এলাকার পরিস্থিতি এখন থমথমে রয়েছে ৷ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ৷ এলাকার পরিস্থিতি যাতে কোনওভাবে উত্তপ্ত না হয়ে ওঠে সেদিকে নজর রাখা হয়েছে ৷ কেন এই ধরনের ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও জানতে চাইছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details