পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুলতলিতে উদ্ধার অস্ত্র, গ্রেফতার 1 - undefined

গোপন সূত্রে পুলিশ জানতে পারে কাঁকসা এলাকায় নিজের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রাখছে এক দুষ্কৃতী । এরপর সোমবার ভোরে কাঁকসা এলাকায় ওই দুষ্কৃতীর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ । গ্রেপ্তার করা হয় শরবিন্দু নস্করকে ।

কুলতলিতে উদ্ধার বেআইনি অস্ত্র
কুলতলিতে উদ্ধার বেআইনি অস্ত্র

By

Published : May 17, 2021, 12:19 PM IST

কুলতলি, 17 মে : গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে বেশ কিছু আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । সোমবার ভোরনাগাদ কুলতলির কাঁকসা এলাকা থেকে গ্রেপ্তার হয় তাকে। জিতের কাছ থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার হয়েছে । পুলিশ জানিয়েছে ধৃতের নাম সরবিন্দু নস্কর ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলতলির বিভিন্ন এলাকায় গোপনে আগ্নেয়াস্ত্র নিয়ে কারবার ফেঁদেছে বেশ কিছু দুষ্কৃতী। তাদের পাকড়াও করতে জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ ।

গ্রেফতার শরবিন্দু নস্কর

আরো পড়ুন : "আমার বাবাকে বাঁচান", তিতলির কাতর আবেদনে সাড়া দেব ও অসিত মজুমদারের

গোপন সূত্রে পুলিশ জানতে পারে কাঁকসা এলাকায় নিজের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রাখছে এক দুষ্কৃতী । এরপর সোমবার ভোরে কাঁকসা এলাকায় ওই দুষ্কৃতীর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ । গ্রেপ্তার করা হয় শরবিন্দু নস্করকে । ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ । আজ, সোমবার বেলায় ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে । তবে ঠিক কী কারণে ধৃত ব্যক্তি অস্ত্র মজুত রাখত তা খতিয়ে দেখছে পুলিশ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details