সোনারপুর, 5 অগস্ট : ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে খোঁজ পাওয়া গেল আরও একজনের ৷ সোনারপুরের এক ব্যবসায়ীকে ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ ।
ধৃতের নাম উত্তম কর্মকার । সে পেশায় প্রোমোটার বলে জানা গিয়েছে । সোনারপুরের সুভাষগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । অভিযোগ, অর্থের বিনিময়ে ক্যাম্প করিয়েছিল সে । 40-45 জনকে ভ্যাকসিন দিয়েছিল উত্তম । ভ্যাকসিন প্রাপকদের মধ্যে তার সংস্থার কর্মীরাও ছিলেন বলে জানা গিয়েছে । অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করে পুলিশ ।
আরও পড়ুন : বোরখার আড়ালে মহিলাদের ব্যবহার করে মাদক পাচার, গ্রেফতার 2 পাচারকারী
বেআইনি ভাবে টাকা নিয়ে ভ্যাকসিন দেওয়ার অভিযোগে স্বাস্থ্য দফতরের এক কর্মী মিঠুনকে গ্রেফতার করে পুলিশ । সেই ঘটনার তদন্তে নেমে মিঠুনকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছিল ৷ কীভাবে সরকারি ভ্যাকসিন ডায়মন্ডহারবার থেকে এনে সোনারপুরে দেওয়া হচ্ছিল তার তদন্ত করছিল পুলিশ ৷ সেখান থেকে তারা জানতে পারে, ওই প্রোমোটারের উদ্যোগে মিঠুন সোনারপুরের বিভিন্ন জায়গায় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিল । আরও জানা গিয়েছে, ওই প্রোমোটার ভ্যাকসিনের বিনিময়ে মিঠুনকে না জানিয়েই এলাকা থেকে টাকা তুলত ।