পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Budge Budge Shoot Out: বজবজ শুটআউট কাণ্ডে গ্রেফতার 2 মূল অভিযুক্ত - বজবজ শুটআউট

বজবজ শুটআউট কাণ্ডে আসানসোল থেকে গ্রেফতার হল মূল অভিযুক্ত ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Etv Bharat
গ্রেফতার 2 মূল অভিযুক্ত

By

Published : May 11, 2023, 11:13 PM IST

বজবজ শুটআউট কাণ্ডে গ্রেফতার 2 মূল অভিযুক্ত

বজবজ, 11 মে: চলতি মাসের শুরুতে দিনে-দুপুরে বজবজ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী এলাকায় ও বিধায়ক অফিসের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে । ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও বজবজ থানার পুলিশের যৌথ উদ্যোগে 6 জন গ্রেফতার হলেও, মূল অভিযুক্ত অধরা ছিল ৷ বৃহস্পতিবার ঘটনায় দুই মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে ৷ ধৃৃত সোবরাজ কাজী ও তোয়েব মল্লিকে আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে ৷

চলতি মাসের 3 তারিখ আলতাব হোসেন ওরফে হুলতালকে লক্ষ্য করে গুলি চালায় সেই ঘটনা ঘটে ৷ এরপরেই আলতাব হোসেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমেই অভিযুক্তদেরকে আসানসোল থেকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ, নোদাখালি থানা, বজবজ থানায় পুলিশ ৷

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপার রাহুল গোস্বামী বলেন, "বজবজে চলতি মাসে 3 তারিখে যেগুলি চালানোর ঘটনা ঘটে ৷ তদন্তের শুরুতেই রাজিবুল মল্লিক, শেখ সাইফুদ্দিন ওরফে আফ্রিদি ও ফারুক মল্লিককে গ্রেফতার করা হয়েছিল ৷ তাদেরকে জেরার পর এই যে মূল অভিযুক্ত অর্থাৎ সোবরাজ কাজী ও তোয়েব মল্লিকের খোঁজ পাওয়া যায় ৷ আজ তাদেরকে আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে ৷"

আরও পড়ুন:আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, বজবজে চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, যে এই সোবরাজ কাজী এলাকায় সাপ সুটা হিসেবে পরিচিত (চিলের মত স্বীকার করে ) এদের কাছে থেকে মূলত একটি আগ্নেয়াঅস্ত্র উদ্ধার হয়েছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই জানা গিয়েছে, রাজিবুল মল্লিক, শেখ সাইফুদ্দিন ওরফে আফ্রিদি তাহের মল্লিক শেখ আলতাব হোসেন অনুসরণ করছিল অটো করে । আর বাইকে ছিল সোবরাজ কাজী ও তোয়েব মল্লিক ৷ শেখ আলতাব হোসেন ওরফে হুলতাল আততায়ী সোবরাজ কাজীকে বিভিন্ন ভাবে বিভিন্ন কেসের সঙ্গে জড়িয়ে দেয় ৷ সেই কারণে দীর্ঘদিন ধরে আততায়ীদের ক্ষোভ ছিল হুলতালের উপর ৷ এই ক্ষোভে গুলি চালায় সোবরাজ কাজী ৷

ABOUT THE AUTHOR

...view details