বাসন্তী, 22 সেপ্টেম্বর : দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকে বাসন্তীর নির্দেশখালি ও পানিখালি মোড়ে অবরোধ করেন যুব তৃণমূল কর্মীরা ৷ পরে বারুইপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।
আজ দুপুরে বাসন্তী ব্লকের যুব তৃণমূল নেতা মাজেদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ । এরপরে ক্ষোভে ফেটে পড়েন যুব তৃণমূল কর্মীরা । মাজিদ মোল্লার মুক্তির দাবি জানান তাঁরা।