পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal Vaccination : বেআইনি টিকাকরণ শিবির চালানোর অভিযোগ, ধৃত স্বাস্থ্য দফতরের কর্মচারী - গ্রেফতার স্বাস্থ্যকর্মী

বেআইনিভাবে করোনার টিকাকরণ শিবির চালানোর অভিযোগ ৷ ধৃত স্বাস্থ্য দফতরের কর্মচারী ৷ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘটনা ৷ ধৃতের নাম মিঠুন মণ্ডল ৷

police arrested health worker in connection with fake vaccination camp
Fake Vaccination : বেআইনি টিকাকরণ শিবির চালানোর অভিযোগ, ধৃত স্বাস্থ্য দফতরের কর্মচারী

By

Published : Jul 24, 2021, 5:42 PM IST

Updated : Jul 26, 2021, 10:59 AM IST

সোনারপুর, 24 জুলাই :দেবাঞ্জন দেব (Debanjan Deb) কাণ্ডের ছায়া এবার সোনারপুরের রূপনগরে ৷ খোদ স্বাস্থ্য দফতরের কর্মচারীর বিরুদ্ধেই বেআইনিভাবে করোনা টিকাকরণ শিবির চালানোর অভিযোগ ৷ অভিযুক্ত মিঠুন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে করোনা টিকার দু’টি ভায়াল ৷

আরও পড়ুন :Covid Vaccination : 500 টিকা নিতে লাইনে অপেক্ষা দেড় হাজারের ! বিশৃঙ্খলা পাহাড়ের টিকাকেন্দ্রে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মিঠুন মণ্ডল ডায়মন্ডহারবার পঞ্চগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন ৷ তিনি সেখানকার ফার্মাসিস্ট ৷ পাশাপাশি, মশাট সাবসেন্টারের ভ্যাক্সিন কো-অর্ডিনেটর ছিলেন তিনি ৷ অভিযোগ, এসব ছাড়াও সোনারপুরে একাধিক জায়গায় টিকাকরণ শিবির করেছেন মিঠুন ৷ সেই সব কেন্দ্র থেকে বহু মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে ৷ সূত্রের দাবি, এখনও পর্যন্ত মিঠুনের কাছ থেকে অন্তত 30 থেকে 40 জন করোনার টিকা নিয়েছেন ৷ এমনকী, টিকার বিনিময়ে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে মিঠুন মণ্ডলের বিরুদ্ধে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাপিছু 300 থেকে 400 টাকার বিনিময়ে করোনার টিকা বিক্রি করেছেন মিঠুন ৷ অভিযোগ, যাঁরা তাঁর কাছ থেকে টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে কেউ কেউ টিকাকরণ সংক্রান্ত সরকারি মেসেজ পেলেও বাকিরা পাননি ৷ আর এখান থেকেই সংশ্লিষ্ট টিকাকরণ শিবিরগুলির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ বিশেষত দেবাঞ্জন দেব কাণ্ডের পর এই ঘটনায় আতঙ্কিত মিঠুনের কাছ থেকে টিকা নেওয়া মানুষজন ৷

আরও পড়ুন :সংবাদমাধ্যমের নজর এড়িয়ে আকষ্মিক টিকাকরণ কেন্দ্রে মমতা

বিষয়টি জানাজানি হওয়ার পরই আসরে নামে পুলিশ ৷ গ্রেফতার করা হয় মিঠুনকে ৷ তাঁর কাছ থেকে টিকার যে দু’টি ভায়াল উদ্ধার করা হয়েছে, সেগুলি আসল কিনা, তা জানার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ ৷ টিকাগুলি যদি আসল হয়, তাহলে প্রশ্ন হল, মিঠুন ওই টিকা হাতালেন কীভাবে ? সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে স্বাস্থ্য দফতরের কোনও আধিকারিক বা কর্মী জড়িত রয়েছেন কিনা, সেই প্রশ্নও ভাবাচ্ছে পুলিশকে ৷

অন্যদিকে, গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ তাঁদের ভয়, মিঠুনের দেওয়া টিকা নকল হলে আগামী দিনে তাঁরা বিপদে পড়তে পারেন ৷ শরীরে কোনও সমস্যা দেখা দিতে পারে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷

Last Updated : Jul 26, 2021, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details