পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Magrahat Double Murder Case : অবশেষে পুলিশের জালে মগরাহাট জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম

শনিবার সকালে মগরাহাটের মাগুরপুকুর এলাকায় গুলি করে ও কুপিয়ে খুন করা হয় সিভিক ভলান্টিয়র বরুণ চক্রবর্তী ও তাঁর বন্ধু মলয় মাকালকে (Magrahat Double Murder Case) ৷

main accused of magrahat double murder case jane alam molla
পুলিশের জালে মগরাহাট জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম

By

Published : Apr 10, 2022, 3:26 PM IST

Updated : Apr 10, 2022, 8:49 PM IST

মগরাহাট, 10 এপ্রিল : অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মগরাহাট জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম মোল্লা (police arrest main accused of Magrahat double murder case)। কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে রবিবার তাকে গ্রেফতার করে ডায়মন্ডহারবার জেলার পুলিশ ও কলকাতা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ঘটনার পর থেকেই একাধিক দল তৈরি করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় জানে আলমের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ৷ পার্শ্ববর্তী জেলাগুলির পুলিশকেও সতর্ক করা হয়েছিল ৷

সূত্রের খবর, শনিবার ডায়মন্ডহারবার পুলিশ জেলার বিশেষ দল কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে ওৎ পেতে বসে ছিল অভিযুক্তের জন্য । এদিন মূল অভিযুক্ত জানে আলম মোল্লা একটি গাড়ি নিয়ে কলকাতা ছেড়ে ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার ছক কষেছিল । কিন্তু পালিয়ে যাওয়ার আগেই তার গাড়িটিকে চিহ্নিত করে ধরে ফেলে পুলিশ ৷ টালিগঞ্জ ফাঁড়ি এলাকাতে গাড়িটিকে আটক করে পুলিশ । এর পরেই মগরাহাট জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত জানে আলম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশের জালে মগরাহাট জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম

আরও পড়ুন : সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে নৃশংস খুন, মগরাহাটে ধুন্ধুমার

মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি, পাওনা টাকা দেওয়ার নামে পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়েই শনিবার খুন করা হয় বরুণ চক্রবর্তী ও মলয় মাকালকে ৷ জানে আলম এই কাজ করায় ৷ বরুণ মগরাহাট থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করতেন । জানে আলমের নামে আর্থিক জালিয়াতি, বেআইনি ইমারতির ব্যবসা, ভেজাল পণ্যের ব্যবাসা করার মতো একাধিক অভিযোগ রয়েছে ৷

Last Updated : Apr 10, 2022, 8:49 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details