বারুইপুর, 12 সেপ্টেম্বর : গত এপ্রিল মাসে বারুইপুরের রামনগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের কিনারা করল পুলিশ ৷ ঘটনায় এটিএম রক্ষণাবেক্ষণ সংস্থার ইঞ্জিনিয়ার বাপ্পা মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ ৷ শনিবার রাতে সোনারপুরের শীতলামন্দির এলাকার ভাড়াবাড়ি থেকে বাপ্পা মণ্ডলকে গ্রেফতার করা হয় ৷ তার কাছে থেকে লুঠের নগদ 2 লাখ টাকা পায় পুলিশ ৷ অভিযুক্ত বাপ্পা ভাঙড়ের চন্দনেশ্বর এলাকার বাসিন্দা ৷ কয়েকবছর আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে সোনাপুরে থাকতে শুরু করে সে ৷
জানা গিয়েছে, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় বারুইপুরের রামনগর এলাকায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে প্রায় 7 লাখ টাকা লুঠ হয়েছিল ৷ 15 এপ্রিল ব্যাঙ্কের তরফে এ নিয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ পুলিশ জানতে পারে ভর্টেকস নামে একটি বেসরকারি সংস্থা এটিএম-এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ৷ লুঠের ধরণ দেখে পুলিশের সন্দেহ হয়, ঘটনায় ভিতরের কেউ জড়িত রয়েছে ৷ আর তার পরেই পুলিশ ওই সংস্থায় গিয়ে তদন্ত শুরু করে ৷