বারুইপুর, 6 সেপ্টেম্বর : বেআইনিভাবে রান্নার গ্যাসের ব্যবসা করার অভিযোগ ৷ যে অভিযোগের ভিত্তিতে এবার অভিযানে নামল বারুইপুর থানার পুলিশ ৷ অবৈধ ভাবে গৃহস্থলিতে ব্যবহার করার গ্যাস অটোতে ভরার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় এক অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে ৷ বারুইপুর চম্পাহাটির চিনের মোড় থেকে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে ৷
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে পুলিশ অভিযোগ পাচ্ছিল, ওই এলাকায় গৃহস্থালির কাজে ব্যবহার হওয়া রান্নার গ্যাস অটোতে ব্যবহার করা হচ্ছিল ৷ আর পিছনে বেশ কিছু অসাধু চক্র জড়িত বলে পুলিশ জানতে পারে ৷ সেই মতো আজকে চম্পাহাটি ও তার আশেপাশের এলাকায় অভিযান চালায় বারুইপুর পুলিশ ৷ চিনের মোড়ে হানা দিয়ে অলক নস্কর নামে এক বেআইনি ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ ৷ অন্যদিকে, কুমোড় হাট এলাকা থেকে রুস্তম গাজিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে, সূর্যপুর কেয়াতলাতে পুলিশ অভিযান চলার সময় শাহজাহান খান নামে এক বেআইনি এলপিজি ব্যবসায়ী পালিয়ে যায় ৷ পুলিশকে দেখে সে সেখান থেকে পালায় ৷