অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন গঙ্গাসাগর ও হাওড়া 12 জানুয়ারি: গঙ্গাসাগর মেলায় অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা পুণ্যার্থী ৷ আজ কপিল মুনি আশ্রমের বাইরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বিহারের ওই বাসিন্দা ৷ তাঁকে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতার এমআর বাঙুর নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা স্বপ্না মুখোপাধ্যায় নামে এক মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে গত সোমবার অর্থাৎ, 8 জানুয়ারি থেকে ৷ ইতিমধ্যে, মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য পুণ্যার্থীরা ভিড় করছেন গঙ্গাসাগরের ঘাটে ৷ সেখানে পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে ৷ কিন্তু, বিহার থেকে গঙ্গাসাগরে পুণ্যস্নানে আসা 55 বছরের সুমিত্রা দেবী শুক্রবার সকালে কপিল মুনির আশ্রমের সামনে হঠাৎই জ্ঞান হারান ৷ সেখানে উপস্থিত লোকজন তাঁকে ধরে মেলার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় সুমিত্রা দেবীকে ৷ জানা গিয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর ৷
কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত কলকাতায় স্থানান্তরিত করতে বলেন হাসপাতালের চিকিৎসক ৷ তাই গঙ্গাসাগর উপলক্ষে সরকারের তরফে তৈরি রাখা এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দ্রুত কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ গঙ্গাসাগর থেকে প্রথমে হাওড়ায় নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে অ্যাম্বুল্যান্সে দ্রুত কলকাতার এমআর বাঙুর নিউরো সায়েন্সে ভরতি করানো হয় ওই মহিলাকে ৷ সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৷
অন্যদিকে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্বপ্না মুখোপাধ্যায় নামে আরও এক মহিলা অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকেও এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় পাঠানো হয়েছে ৷ তবে, তাঁর ঠিক কী হয়েছে ? তা জানা যায়নি ৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷
আরও পড়ুন:
- জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়, গঙ্গাসাগরে গিয়ে আপ্লুত রাজ্যপাল; দেখলেন নিরাপত্তা ব্যবস্থা
- তৃণমূলকে বিশ্বাস করে না বলেই গঙ্গাসাগর মেলায় কেন্দ্র টাকা দেয় না, মমতার অভিযোগের পালটা দিলীপের
- জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা