রায়দিঘি (দক্ষিণ 24 পরগনা), 22 অগস্ট : রায়দিঘিতে সাধারণ মানুষের তৎপরতায় উদ্ধার করা হল এক অপহৃত ব্যক্তিকে ৷ সুনীল সানমুই নামে ওই ব্যক্তিকে হাত-পা বেঁধে একটি সাদা গাড়িতে করে রায়দিঘি থেকে বিষ্ণুপুরের দিকে নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা ৷ অপহৃত ব্যক্তির চিৎকার শুনে রায়দিঘির বুড়িপোলের কাছ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয়রা ৷ সেই সঙ্গে 3 অপহরণকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা ৷ জানা গিয়েছে, সুনীল সানমুইয়ের শ্বশুর কিছু টাকা ধার নিয়েছিলেন ৷ সেই টাকা শোধ না করতে পারায় জামাইকে অপরহণ করেছিল ওই 3 জন ৷
পুলিশ সূত্রে খবর, আজ রায়দিঘির দমকল বাজারের কাছ থেকে সুনীল সানমুইকে অপরহণ করে ভিকি শেখ, বিশাল রায় এবং আরবাজ আলি ৷ এরা সকলে কলকাতার বালিগঞ্জ, কসবা এবং পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ৷ রায়দিঘির দমকল এলাকার বাসিন্দা সুনীল সানমুইকে বাজার এলাকা থেকে অপহরণ করে বিষ্ণপুরের দিকে নিয়ে যাচ্ছিল ধৃতরা ৷ সেই সময় সুনীল চিৎকার করতে শুরু করলে, আশেপাশের লোকজন গাড়িটিকে ধাওয়া করেন ৷ দমকল থেকে কয়েকজন বাইক নিয়ে ওই গাড়িটিকে ধাওয়া করেন ৷ তাড়া খেয়ে বেশি দূর সুনীলকে নিয়ে যেতে পারেনি ভিকি, বিশাল এবং আরবাজ ৷ বুড়িপোলের কাছে গাড়িতে সুনীলকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে তারা পালানোর চেষ্টা করে ৷ কিন্তু, ততক্ষণে আশেপাশের লোকজন জড়ো হয়ে যাওয়ায় অভিযুক্তরা আর পালাতে পারেনি ৷ এমনকি দমকলের কর্মীরাও বাইক নিয়ে সেখানে চলে এসেছিলেন ৷