ডায়মন্ড হারবার, 4 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদ এখন পুরী ও পারাদীপের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে যথাক্রমে 410 কিলোমিটার, 490 কিলোমিটার দূরে রয়েছে বলে আজ সকালে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ পূর্বাভাস অনুযায়ী আগামিকাল দুপুরের মধ্যে ওড়িশার পুরী উপকূলে আছড়ে পড়তে পারে জাওয়াদ (Cyclonic Storm Jawad) ৷
ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টির দাপট ৷ সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝোড়ো হাওয়া । আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে । গভীর নিম্নচাপের কারণে সোমবার ও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে । আবহাওয়ার খামখেয়ালিপনাতে ক্ষতির মুখে কৃষকরা (Jawad effect in West Bengal) ।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপকূল এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে । দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকা থেকে মোট 50 হাজার মানুষজনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে গিয়েছে জেলা প্রশাসন (South 24 Parganas district administration preparation for Jawad effect in West Bengal) ।
জাওয়াদের কোপে ফের সুন্দরবন, আতঙ্কিত বাসিন্দারা আরও পড়ুন : West Bengal Weather Update : পুরী হয়ে বাংলার দিকে আসার সম্ভাবনা জাওয়াদের, মুখ ভার আকাশের
আজ, শনিবার সকাল থেকে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, ক্যানিং, গোসাবা, পাথরপ্রতিমা রায়দিঘি-সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যানিং, সাগর, নামখানা উপকূলবর্তী এলাকায় ফেরি সার্ভিস বন্ধ করে রাখা হয়েছে । আমফান ও ঘূর্ণিঝড় যশে সুন্দরবনের একাধিক এলাকায় নদী বাঁধের অবস্থা বেহাল ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালানো হচ্ছে ।
গতকাল কাকদ্বীপ, ক্যানিং, নামখানা গোসাবায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (National Disaster Response Force, NDRF) দল মোতায়েন করা হয়েছে । পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে । গভীর সমুদ্রের মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর ।
আরও পড়ুন :State Prepares for Cyclone Jawad : জাওয়াদ মোকাবিলায় মঙ্গলবার পর্যন্ত কর্মীদের ছুটি বাতিল করল বিদ্যুৎ বিভাগ
কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও ক্যানিংয়ের খোলা হয়েছে কন্ট্রোল রুম (Control Room) । সব সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে ৷ ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আছড়ে পড়ার আগেই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়ে রাখছে জেলা প্রশাসন । ঘূর্ণিঝড় জাওয়াদ ও অমাবস্যার কোটাল, এই দুইয়ের জোড়া ফলায় ফের যশ-এর স্মৃতি ফিরে আসছে । সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষদের অন্যতম দুশ্চিন্তা অমাবস্যার কোটাল । এতে সুন্দরবনের বিভিন্ন নদীগুলিতে জলস্ফীতি হওয়ার সম্ভাবনা প্রবল (Jawad effect in Sunderban) ।