পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pathar Pratima River Dam Problem : সারানো হয়নি নদী বাঁধ, আসন্ন ভরা কোটালে বাঁধ ভাঙার আতঙ্কে প্রহর গুনছেন এলাকাবাসী

প্রতিশ্রুতি সার, কয়েক বছরেও সরানো হলো না নদী বাঁধ, আতঙ্কের প্রহর গুনছেন পাথর প্রতিমার কয়েকশো পরিবার ৷ দ্রুত বাঁধ সারানো না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুমকি বাসিন্দাদের (River Dam Problem in Pathar Pratima) ৷

Pathar Pratima News
আসন্ন ভরা কোটালে বাঁধ ভাঙার আতঙ্কে প্রহর গুনছেন এলাকাবাসী

By

Published : May 14, 2022, 8:54 PM IST

পাথরপ্রতিমা, 14 মে : ঘূর্ণিঝড় অশনির হাত থেকে রক্ষা পেয়েও শান্তি নেই । এবার চিন্তা নদীবাঁধ ৷ বৃষ্টির জল পড়ে দুর্বল হয়ে পড়ছে মাটির নদী বাঁধ । সুন্দরবনবাসীদের আতঙ্কের আরেক নাম পূর্ণিমার ভরা কোটাল । পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গিরিপাড়া এলাকায় কয়েক হাজার মানুষের বাস । আমফান থেকে ইয়াশ একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তছনছ হয়ে গিয়েছে পাথরপ্রতিমা বিস্তীর্ণ অঞ্চল (River Dam Problem in Pathar Pratima)।

নদীগর্ভে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেতে একমাত্র ভরসা মাটির নদী বাঁধ ৷ ইয়াস, আমপানের দাপটে তাও প্রায় ভাঙতে বসেছে ৷ পলিথিন দিয়ে বাঁধ সারাইয়ের চেষ্টা করা হয়েছিল ৷ সে পলিথিনের করুণ দশা । পলিথিন ছিঁড়ে ফেটে চৌচির । অশনি কেটে গেলেও সামনে রয়েছে ষাঁড়াষাঁড়ির বড় কোটাল, এই কোটালের জলে ভেঙে যেতে পারে নদী বাঁধ, আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী । আগামী দিনে এই নদীবাঁধ সংস্কার না হলে বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী ।

আতঙ্কের প্রহর কাটছে পাথরপ্রতিমাবাসীর

আরও পড়ুন : Durga Puja 2021: প্রতিমা বিসর্জনের সময় ডুবে মৃত্যু চারজনের, এখনও নিখোঁজ 1

এই প্রসঙ্গেই, বিষ্ণুপুর বুথের পঞ্চায়েত সদস্য রীতারানি বেরা বলেন, ‘‘ইয়াসের ভেঙে গিয়েছিল নদী বা তারপর থেকে আর সারানো ৷ হয়নি আমি বারবার জানিয়েছি তাও কোনরকম সুরাহা হয়নি । আমি বিরোধী দল করি বলে আমার বুথে কাজ হচ্ছে না । আমি চাই দল-মত নির্বিশেষে কয়েক হাজার মানুষের জন্য এগিয়ে আসুক সেচ দফতর ও স্থানীয় পঞ্চায়েত । নদী বাঁধ সংস্কার না হলে এই কোটালে নদীর নোনা জলে ভাসবে গোটা গ্রাম ।’’

ABOUT THE AUTHOR

...view details