পাথরপ্রতিমা, 14 মে : ঘূর্ণিঝড় অশনির হাত থেকে রক্ষা পেয়েও শান্তি নেই । এবার চিন্তা নদীবাঁধ ৷ বৃষ্টির জল পড়ে দুর্বল হয়ে পড়ছে মাটির নদী বাঁধ । সুন্দরবনবাসীদের আতঙ্কের আরেক নাম পূর্ণিমার ভরা কোটাল । পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গিরিপাড়া এলাকায় কয়েক হাজার মানুষের বাস । আমফান থেকে ইয়াশ একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তছনছ হয়ে গিয়েছে পাথরপ্রতিমা বিস্তীর্ণ অঞ্চল (River Dam Problem in Pathar Pratima)।
নদীগর্ভে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেতে একমাত্র ভরসা মাটির নদী বাঁধ ৷ ইয়াস, আমপানের দাপটে তাও প্রায় ভাঙতে বসেছে ৷ পলিথিন দিয়ে বাঁধ সারাইয়ের চেষ্টা করা হয়েছিল ৷ সে পলিথিনের করুণ দশা । পলিথিন ছিঁড়ে ফেটে চৌচির । অশনি কেটে গেলেও সামনে রয়েছে ষাঁড়াষাঁড়ির বড় কোটাল, এই কোটালের জলে ভেঙে যেতে পারে নদী বাঁধ, আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী । আগামী দিনে এই নদীবাঁধ সংস্কার না হলে বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী ।