নামখানা, 27 মার্চ: দোরগোড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections)। আর সেই পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুএলাকার মানুষজন। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত দুর্গানগর, বুধাখালি, ঈশ্বরীপুর এলাকার মানুষজন। বুলবুল, আমফান, ইয়াসের মত একাধিক ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল এলাকার মানুষজনের বাড়িঘর (People live in fear of river erosion in Bengal) ।
প্রতিবার ভোটের আগে মেলে বহু প্রতিশ্রুতি । কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজও কোন কাজ হয়নি এই সকল এলাকায়; অভিযোগ মানুষের। দুর্গানগর, ঈশ্বরীপুর, বুধাখালি-সহ কাকদ্বীপ বিধানসভার একাধিক জায়গায় নদীগর্ভে তলিয়ে গিয়েছে সাধারণ মানুষের বহু জমি। কোনওরকম বাস্তুভিটেটুকু আগলে বাঁচার লড়াই করছে ওই সকল এলাকার বহু পরিবার। এখন নদী বাঁধের কাজ করার জন্য উপকূল আবহাওয়া। কিন্তু সেদিকে প্রশাসনের নজর কোথায় ? প্রশ্ন তুলছে ঘরহারা মানুষগুলো ৷ আবারও সামনে রয়েছে দুর্যোগের মরশুম ৷ তাই এখন যদি নদী বাঁধ মেরামতের কাজ না-করা হয় তাহলে ফের দুর্যোগের কবলে পড়ে নিঃস্ব হতে হবে এলাকার একাধিক পরিবারকে, আশংকা তেমনই ৷