বারুইপুর, 17 মে : রাজ্যের দৈনিক সংক্রমণে ও মৃতের সংখ্যায় রাশ টানতে গতকাল থেকে কার্যত লকডাউন বলবৎ করা হয়েছে ৷ কড়া বিধিনিষেধ মানতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি টহল চলেছে, পাশাপাশি ব়্যাফ নেমেছে পরিস্থিতি সামাল দিতে ৷ এছাড়াও বিভিন্ন জায়গায় রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বাড়ির বাইরে অকারণে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ আর রাজ্য সরকারের এই নির্দেশিকা সফল করতে রবিবার রাতে রাস্তায় নামে বারুইপুর থানার পুলিশ ৷ এসডিপিও বারুইপুর অভিষেক মজুমদার ও আইসি দেব কুমার রায়ের নেতৃত্বে বারুইপুর রেল ওভারব্রিজ মোড়ে চলে পুলিশি অভিযান ৷
কার্যত লকডাউনের প্রথম রাত সফল করতে রাস্তায় অকারণে বের হওয়া গাড়ি দেখলেই চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ ৷ শুধু তাই নয়, প্রয়োজন ছাড়া যাতে রাস্তায় কেউ না বের হয় তার নির্দেশও দিচ্ছে পুলিশ ৷ গতরাতের পুলিশি অভিযানে সঙ্গ দিতে দেখা যায় বারুইপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ব্লক সভাপতি গৌতম দাসকে ৷
আরও পড়ুন : বিধিনিষেধ ভাঙলেই কান ধরে ওঠবোস ভাঙড়ে