বিষ্ণুপুর, 10 সেপ্টেম্বর : চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ ৷ দক্ষিণ 24 পরগনার আমতলা গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল রোগীর পরিবার । জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ৷ অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ।
রোগীর মৃত্যু, পুলিশ সুপারের কাছে অভিযোগ
চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যু ৷ আমতলা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের গাফিলতির জেরেই মৃত্যু, অভিযোগ এমনটাই ৷
রবিবার রাতে মাথায় যন্ত্রণা নিয়ে আমতলা গ্রামীণ হাসপাতালে ভরতি হন মগরাহাটের আমড়াতলার মুনমুন মণ্ডল । অভিযোগ, কোনও চিকিৎসা হয়নি বছর পঁয়ত্রিশের রোগিণীর । অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে রোগীকে পাঠিয়ে দেন চিকিৎসক, অভিযোগ এমনই । পরে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মুনমুনদেবীকে মৃত বলে ঘোষণা করেন । আমতলা গ্রামীন হাসপাতালে বিক্ষোভ শুরু হয় এরপরই । SP-র কাছে অভিযোগ দায়ের করেন মৃতের স্বামী অরূপ মণ্ডল । অরূপবাবু জানিয়েছেন, আমতলা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের গাফিলতির জেরেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে ৷
অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় বিষ্ণুপুর 2 ব্লক-এর স্বাস্থ্য আধিকারিক সুদীপা বন্দ্যোপাধ্যায় । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ ।