ডায়মন্ডহারবার, 15 ডিসেম্বর : বেশ কয়েকদিন ধরে পেটে অসহ্য যন্ত্রণা । প্রথমে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল, তারপরেও যন্ত্রণা না কমায় সেখান থেকে তাপসী হালদারকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে । যন্ত্রণা না কমায় সেখানেই আত্মঘাতী হলেন রোগী (Patient commits Suicide in the Hospital) ৷
মঙ্গলবার রাতে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের বাথরুমে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রাতে চাঞ্চল্য ছড়ায় ৷ মৃত তাপসী হালদার (32) কাকদ্বীপের হারুউডপয়েন্ট উপকূল থানার মানিকগঞ্জ এলাকার বাসিন্দা । হাসপাতাল সূত্রের খবর, গত কয়েকদিন আগে পেটের যন্ত্রণা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে । সোমবার তাঁকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে । মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি । বছর দুই আগে গলব্লাডার অপারেশন হওয়ার পরেও পেটের যন্ত্রণা কমেনি ।