পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গাসাগর যাওয়ার ভেসেল ঘাটে যাত্রীদের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম প্রশাসন - Gangesagar

Passengers Clash on Vessels Line for going to Gangesagar: গঙ্গাসাগরে যাওয়ার ভেসেলের লাইনে যাত্রীদের মধ্যে হাতাহাতি ৷ আজ কাকদ্বীপের হারুড পয়েন্ট কোস্টাল থানার 8 নম্বর ভেসেল ঘাটে এই ঘটনাটি ঘটেছে ৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 4:45 PM IST

কাকদ্বীপে গঙ্গাসাগরের ভেসেলের লাইনে পুণ্যার্থীদের হাতাহাতি

কাকদ্বীপ, 29 ডিসেম্বর: আর 9 দিন পর শুরু হবে গঙ্গাসাগর মেলা ৷ তার আগে কাকদ্বীপের ভেসেল ঘাটে তীর্থযাত্রীদের উপচে পড়া ভিড় ৷ সেই ভিড়েই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পুণ্যার্থীরা ৷ যে ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল কাকদ্বীপ হারুড পয়েন্ট কোস্টাল থানার 8 নম্বর ভেসেল ঘাটে ৷ পরিস্থিতি সামলাতে ভেসেল ঘাটে পৌঁছায় কোস্টাল থানা ও সিভিক ভলান্টিয়াররা ৷

পুলিশ জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে ওঠেন পুণ্যার্থীরা ৷ তারই মধ্যে কয়েকজন লাইন ভেঙে এগনোর চেষ্টা করেন বলে অভিযোগ জানিয়েছে একাংশ ৷ প্রতিবাদ করায় বচসা শুরু হয় এবং সেখান থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন যাত্রীরা ৷ কিন্তু, এত লাইন কেন কাকদ্বীপের ভেসেল ঘাটে ? প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং ও সংস্কারের কাজ চলছে ৷ সেই কারণে ভেসেল কম রয়েছে ৷ ফলে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে পুণ্যার্থীদের ৷ আশা করা হচ্ছে, গঙ্গাসাগর মেলার আগেই এই সমস্যার সমাধান হয়ে যাবে ৷ গঙ্গাসাগর মেলার সময় পর্যাপ্ত পরিমাণে ভেসেল থাকবে ৷ আর সংস্কারের কাজ শেষ হলে ভেসেল পরিষেবা দীর্ঘক্ষণের জন্য চালু থাকবে বলে জানিয়েছে প্রশাসন ৷

উল্লেখ্য, প্রথমে 10 জানুয়ারি গঙ্গাসাগর মেলা হওয়ার কথা থাকলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার নবান্নে বৈঠক করেন ৷ সেই বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন মেলা শুরু হবে 8 জানুয়ারি থেকে ৷ চলবে 17 জানুয়ারি পর্যন্ত ৷ মেলায় যাতায়াতের জন্য শিয়ালদা দক্ষিণ শাখা থেকে 66টি অতিরিক্ত ট্রেন চালানো হবে ৷ প্রতিদিন 16 থেকে 17 অতিরিক্ত ট্রেন চলবে ক্যানিং, নামখানা ও কাকদ্বীপ শাখায় ৷ যাতায়াতের জন্য 2 হাজার 250টি অতিরিক্ত বাস রাখা হবে ৷

মেলায় প্রাঙ্গণে থাকবে 1 হাজার 150টি সিসিটিভি ৷ 30টি অ্যালার্ম বাটন ৷ 50টি দমকলের গাড়ি, 32 টি ভেসেল গাড়ি পারাপারের জন্য থাকবে ৷ 100টি লঞ্চ থাকবে যাতায়াতের জন্য ৷ 300 বেডের 7টি অস্থায়ী হাসপাতাল থাকবে, 10 হাজার শৌচালয় থাকবে পুরুষ ও মহিলাদের জন্য ৷ এছাড়াও বাড়তি 700টি অস্থায়ী ঘরের ব্যবস্থা করা হয়েছে মহিলাদের পোশাক বদলের জন্য ৷ বাংলা-সহ টি ভাষায় পুণ্যার্থীদের জন্য মাইকিংয়ের ব্যবস্থা থাকছে ৷ সমস্ত গাড়িতে একজন করে সাগর বন্ধু ভলান্টিয়ার থাকবেন, যাঁরা পুণ্যার্থীদের সহায়তা করবেন ৷

আরও পড়ুন:

  1. প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে শামির বদলি ঘোষণা করল বিসিসিআই
  2. সেঞ্চুরিয়নে দল হারলেও 'বিরাট' নজির, রেকর্ড গড়লেন কোহলি
  3. ট্র্যাজিক নায়ক কোহলি, সেঞ্চুরিয়নে লজ্জার হারে সিরিজ জয় অধরা ভারতের

ABOUT THE AUTHOR

...view details