ভাঙড়, 29 এপ্রিল : তৃণমূলের দখলে থাকা দলীয় কার্যালয়ের পুনর্দখল নিল CPI(M) । যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও CPI(M) নেতা সুজন চক্রবর্তীর উপস্থিতিতে আজ কার্যালয়ের তালা ভাঙা হয় । বিকাশবাবুর নেতৃত্বে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন CPI(M) কর্মী-সমর্থকরা ।
ভাঙড়ে তৃণমূলের দখলে থাকা কার্যালয়ের পুনর্দখল CPI(M)-এর - cpim
ভাঙড়ে একটি কার্যালয়ের পুনর্দখল নিল CPI(M) । যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন CPI(M)-এর কর্মী-সমর্থকরা ।
আগামী 19 মে নির্বাচন যাদবপুর কেন্দ্রে । তার আগে আজ ভোট প্রচারে এসে ভাঙড় 2 নম্বর ব্লকের কার্যালয়ের তালা ভেঙে পুনরায় তা নিজেদের দখলে নিল CPI(M) । প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও ছিলেন সুজন চক্রবর্তী, তুষার ঘোষ ও রশিদ গাজী সহ ভাঙড়ের অন্য CPI(M) নেতা ।
2011 সালের বিধানসভা ভোটে বামেদের পরাজয়ের পরই তৃণমূল ভাঙড়ের এই মূল কার্যালয়ে তালা বন্ধ করে দেয় । সেইসঙ্গে এলাকার অন্যান্য CPI(M) কার্যালয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা । দলীয় কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বিকাশবাবু ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তাঁদের মূল কার্যালয়টি নিজেদের দখলে নিলেন । এর পাশাপাশি আজ তিনি ওই এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন ।