ডায়মন্ড হারবার, 5 সেপ্টেম্বর:বিষ খেয়ে আত্মঘাতী হলেনডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান(panchayat upa pradhan died by suicide in diamond harbour)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার বোলসিদ্ধি এলাকাতে । মৃত উপপ্রধানের নাম দেবব্রত ভট্টাচার্য(Upa Pradhan Died By Suicide)।
স্থানীয় সূত্রে খবর, আর পাঁচটা দিনের মতোই সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন উপপ্রধান দেবব্রত ভট্টাচার্য । কিন্তু হঠাৎ করে পরিবারের লোকের কাছে ফোন আসে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি রয়েছেন । পরে সেখানেই মৃত্যু হয় তাঁর(panchayat upa pradhan died by suicide)। তবে কী কারণে বিষ খেলেন তিনি, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে বলে অভিযোগ করেন উপ প্রধানের পরিবার ৷ খবর পেয়ে হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।