পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্ষোভের মুখে পড়ে কান ধরে ক্ষমা প্রার্থনা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের - amphan

আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার টাকা পাঠালেও, তা পাচ্ছে না তারা ৷ তার পরিবর্তে টাকা আত্মসাৎ করছে পঞ্চায়েত সদস্য ৷ ক্ষতিপূরণের টাকা অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকজনের কাছে চলে যাচ্ছে ৷ এই অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা ৷

panchayat members apologize
কান ধরে ক্ষমা প্রার্থনা পঞ্চায়েত সদস্যের

By

Published : Jun 23, 2020, 10:06 PM IST

মথুরাপুর, 23 জুন : ত্রাণ নিয়ে দুর্নীতি অভিযোগ। বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে BDO ও পুলিশের সামনে কান ধরে ভুল স্বীকার পঞ্চায়েত সদস্যের ৷ মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। খবর পেয়ে মথুরাপুর 2 নং ব্লকের BDO রেজওয়ান আহমেদ ঘটনাস্থানে এলে তাঁকে ঘিরেও ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । আজ সকালে প্রথমে মথুরাপুর 2 নং ব্লকের কৈলাসপুর হরিণটানা বাজারে এই ঘটনা ঘটে ৷

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা রাস্তায় বাঁশ দিয়ে বলেরবাজার রোড অবরোধ করে রাখে । পরে সেখানে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এলে বিক্ষোভকারীরা তার বাইক ভাঙচুর করে ।

স্থানীয়রা জানিয়েছে, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত সদস‍্য স্বপন কুমার ঘাঁটু ক্ষতিপূরণের টাকা পরিবারের সদস‍্যদের অ্যাকাউন্টে দিয়েছে । নদীবাঁধ সারানোর কাজ না করায় বাঁধ ভেঙে জল গ্রামের মধ‍্যে প্রবেশ করছে ৷ অথচ তাতে কোনও হেলদোল নেই ওই পঞ্চায়েত সদস্যের ৷ এই অভিযোগ তুলে বলেরবাজার রাস্তা অবরোধ করে গ্রামবাসী। অভিযুক্ত পঞ্চায়েত সদস‍্যকে গ্রামবাসী আটকে রাখে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে ৷ কিন্তু, পুলিশকর্মীরা বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হয় । বিক্ষোভকারীরা ঘটনাস্থানে BDO-কে আসার দাবি জানায় ৷ পরে BDO এলে তাঁকে ঘিরেও গ্রামবাসী বিক্ষোভ দেখাতে শুরু করে । এদিকে প্রবল চাপের মুখে পড়ে সবার সামনে স্বপন কুমার ঘাঁটু কান ধরে ক্ষমা চায় ৷

কান ধরে ক্ষমা প্রার্থনা পঞ্চায়েত সদস্যের

BDO গ্রামবাসীকে আশ্বস্ত করে, ওই পঞ্চায়েত সদস্যের পরিবারের যারা টাকা পেয়েছে, পুলিশ গিয়ে সেই টাকা উদ্ধার করবে । এরপরই গ্রামবাসী বিক্ষোভ তুলে নেয় ।

ABOUT THE AUTHOR

...view details