ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 16 জুন: মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে অগ্নিগর্ভ হয়ে ওঠা ভাঙড়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবার বেলার দিকে তিনি দক্ষিণ 24 পরগনার ওই এলাকায় যান ৷ ঘুরে দেখেন ভাঙড়-2 বিডিও অফিস সংলগ্ন বিজয়গঞ্জ বাজার এলাকা ৷ কথা বলেন কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে ৷
আগামী 9 জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৷ গত শুক্রবার থেকে শুরু হয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া৷ বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ তা নিয়ে দক্ষিণ 24 পরগনার ভাঙড়-2 ব্লক কার্যালয় সংলগ্ন এলাকায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ বোমাবাজি, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ গুলিও চলে ৷ টিয়ার গ্যাসের সেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ ৷ আক্রমণের মুখে পড়তে হয় সংবাদমাধ্যমকেও ৷
তারই মধ্যে খবর মেলে যে ওই এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিনজন ৷ তাঁদের মধ্যে একজন আইএসএফের কর্মী ও দু’জন তৃণমূলের কর্মী বলে জানা যায় ৷ গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের ভরতি করা হয়েছে একাধিক হাসপাতালে ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷