পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: বোমা-গুলির তাণ্ডবে আজও ভাঙড়ে ধুন্ধুমার, মাথা ফাটল তৃণমূল কর্মীর - ভাঙড়ে ধুন্ধুমার

তৃণমূল ও আইএসএফ-এর সংঘর্ষে আজও ভাঙড়ে ধুন্ধুমার বাঁধল ৷ সকাল থেকেই চলছে বোমা ও গুলির তাণ্ডব ৷ সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও আইএসএফ সমর্থকরা ৷ এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে ৷

Panchayat Election 2023
Panchayat Election 2023

By

Published : Jun 14, 2023, 1:23 PM IST

Updated : Jun 14, 2023, 3:46 PM IST

বোমা-গুলির তাণ্ডবে আজও ভাঙড়ে ধুন্ধুমার

ভাঙড়, 14 জুন:গতকালের পর আজও জ্বলছে ভাঙড় ৷ বুধবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় ৷ তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিতে গেলে শাসক দলের কর্মীদের উপর আইএসএফ হামলা চালায় বলে অভিযোগ । হামলার জেরে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর । তৃণমূল কর্মীর গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে । নারায়ণপুর অঞ্চলেও আইএসএফের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা ।

এ দিকে, 144 ধারা জারি থাকা সত্ত্বেও বুধবার সকালে লাঠি হাতে প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক বিডিও অফিসের সামনে জড়ো হন বলে অভিযোগ । ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর পিঠের চামড়া তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল কর্মীরা । এরপর মনোনয়ন পেশ করার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ ৷

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা । মঙ্গলবার মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ভাঙড় । মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছে । চলেছে গুলি । জখম হয়েছেন বহু মানুষ । পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় ৷ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷

আইএসএফ-এর অভিযোগ ছিল, হামলা চালিয়েছে তৃণমূল । এ দিকে তৃণমূলের অভিযোগ ছিল, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে অশান্তি করেছে আইএসএফ । গতকাল সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে এলেও বুধবার নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা । শুরু হল বোমার তাণ্ডব । মুহুর্মুহু বোমা পড়তে থাকে ৷ আবারও চলেছে গুলি ৷ পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি ৷ পুলিশের বিশাল বাহিনী ও ব়্যাফ লাঠি হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় ৷

এ দিন সকালে ভাঙড়ের যে এলাকায় 144 ধারা জারি রয়েছে, অর্থাৎ মনোনয়ন কেন্দ্র সংলগ্ন এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকার মধ্যেই লাঠি হাতে প্রচুর মানুষকে দেখা গিয়েছে । সকলের মুখ বাধা এবং হাতে ছিল লাঠি ও বাঁশ । তৃণমূল কর্মীদের দাবি, নওশাদের লোকেরা গতকাল অশান্তি করেছে । আজ আর তাঁদের মনোনয়ন পেশ করতে দেওয়া হবে না ।

আরও পড়ুন:ভাঙড়ের পর রণক্ষেত্র ক্যানিং, মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

অন্যদিকে, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ক্যানিংয়েও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । দুই দলের কর্মী সমর্থকেরা একে-অপরকে মনোনয়ন দিতে বাধা দিলে তুমুল গণ্ডগোল শুরু হয় ৷ ঝামেলা়র জেরে আক্রান্ত হন ক্যানিংয়ের এসডিপিও । সুত্র মারফত খবর পাওয়া গিয়েছে, ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়েছে দুজন । দুজনকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে । সব মিলিয়ে গতকালের পর আবারও উত্তপ্ত হয়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ।

Last Updated : Jun 14, 2023, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details