পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sundarban Painter: সঙ্গী দারিদ্রতা, গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলতে মরিয়া সমরেশ - Painter Samaresh wants to be named in Guinness World Records in Sundarban

দারিদ্রতাকে উপেক্ষা করে কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে সাদা ক্যানভাসে রঙিন তুলির টানে নিজের স্বপ্ন পূরণ করছেন চিত্রকর সমরেশ মাইতি (Painter Samaresh wants to be named in Guinness World Records)। সমরেশ যাতে তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে সেই জন্য সবরকম সাহায্য করা হবে স্থানীয় পঞ্চায়েতের তরফের জানানো হয়েছে ।

Sundarban Painter
গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলতে মরিয়া সুন্দরবনের সমরেশ

By

Published : Jun 27, 2022, 9:54 PM IST

পাথরপ্রতিমা, 27 জুন: সাদা ক্যানভাসে রঙিন তুলির টানে স্বপ্ন পূরণের লক্ষ্যে ছুটে চলেছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক সমরেশ মাইতি (Painter Samaresh wants to be named in Guinness World Records) । ছোটবেলা থেকে অভাবের সঙ্গে লড়াই চালিয়ে 22 বছরের আঁকার ওপর কঠিন অনুশীলনের মাধ্যমে ইতিমধ্যেই নিজের নাম নথিভুক্ত করেছে 'ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস ও ন্যাশনাল বুক অফ রেকর্ডসে' ৷ দারিদ্রতাকে উপেক্ষা করে কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে ইন্ডিয়ান গট ট্যালেন্ট ও গিনিস বুকে নিজের নাম তুলতে মরিয়া সমরেশ ।

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ পাথরপ্রতিমা । দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমা রামগঙ্গা অঞ্চল দক্ষিণ গোবিন্দপুরে এক চিলতে বাড়িতে বসবাস চিত্রকর সমরেশের । চরম দারিদ্রতা মাইতি পরিবারের শিশুদেরকে অঙ্কন প্রশিক্ষণ দিয়ে যৎসামান্য অর্থ উপার্জন করেই চলে সংসার ।

দারিদ্রতাকে উপেক্ষা করে নিজের লক্ষ্য এগিয়ে চলেছেন সে। সমরেশের ছবি আঁকার কৌশল আর পাঁচটা চিত্র শিল্পীর মতো নয় । কখনও মুখে তুলে নিয়ে সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলছে নানা চিত্র, কখনও বা নিজের শরীরে একাধিক অঙ্গে মোট 22টি তুলি সাদা ক্যানভাসে কখনও ফুটিয়ে তুলছে ফুল, কখনও বা সিংহ । এখানেই থেমে থাকেনি সমরেশ ৷ আগুন জ্বালিয়ে সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলছে সিদ্ধিদাতা গণেশ-সহ একাধিক চিত্রকলা ।

আরও পড়ুন :Amravati to Akola Highway : 108 ঘণ্টায় 75 কিমি হাইওয়ে নির্মাণ করে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড' রেকর্ডসে নাম তুলতে চায় এনএইচএআই

তিনি বলেন, "খুব ছোটবেলা থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে আঁকা শুরু করি । দারিদ্রতা নিত্যদিনের সঙ্গী, আজও সেই দারিদ্রতাকে উপেক্ষা করে স্বপ্ন দেখছি । আগামিদিনে কতটা এগিয়ে যেতে পারব আমার স্বপ্ন পূরণের দিকে তা জানি না । কিন্তু অনুশীলন চালিয়ে যাব । আমার ছবি আঁকার বিষয়ে সরকার যদি পাশে থাকে তাহলে স্বপ্ন পূরণ করতে পারব ।"

সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের ছবি আঁকা দেখে সমরেশ অনুপ্রাণিত হয় নিজের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে ছবি আঁকার জন্য । কঠিন অনুশীলনের পর সেই কৌশল রপ্ত করে । সরকারি সাহায্যের আশায় বসে রয়েছে সত্তরোর্ধ্ব সমরেশের মা ।

সাদা ক্যানভাসে তুলির টানে স্বপ্ন পূরণ করে চলেছেন সমরেশ

তিনি জানান, কোনওরকম একচিলতে ঘরে বসবাস করি । প্রাকৃতিক বিপর্যয় যেকোনও মুহূর্তে উড়ে যাবে ঘরের চাল টুকু । ছেলেদের সামান্য উপার্জনের টেনেটুনে চলে সংসার । সরকার যদি আমাদের পাশে দাঁড়াই সংসারটা বাঁচে । এই অবস্থায় সমরেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্য গৌতম পাত্র ।

তিনি জানান, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা অভূতপূর্ব প্রতিভাধর সমরেশ । অভাবের জন্য এই রকম এক প্রতিভাধর চিত্রশিল্পী হারিয়ে যাবে আমরা সেটা ওদের দিতে পারি না । সমরেশ যাতে তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে, তার সবরকম সাহায্য পঞ্চায়েতে তরফ থেকে করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details