গড়িয়া, 21 মে : দুর্গাপুজার বাজেট ছেঁটে তৈরি হল অক্সিজেন পার্লার। গড়িয়া বালিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে । এই কাজে তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন এলাকার দুই চিকিৎসকও ।
দুর্গাপুজোর বাজেট ছেঁটে অক্সিজেন পার্লার গড়িয়ার বালিয়ায় - Corona Surge
পশ্চিমবঙ্গ তো বটেই, দেশের বিভিন্ন রাজ্যে বেড়ে চলেছে করোনা সংক্রমণ ৷ সঙ্গে চলছে অক্সিজেন-সহ প্রয়োজনীয় ওষুধের অভাব ৷ এই পরিস্থিতিতে দুর্গাপুজোর বাজেট কমিয়ে সেই টাকা দিয়ে অক্সিজেনের পার্লার খোলার উদ্যোগ নিলেন বালিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৷
আরও পড়ুন : 26 হাজার বাসিন্দার মৌসুনি দ্বীপে নেই ডাক্তার !
বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ের একটি ঘরে আপাতত চারটি বেড নিয়ে শুরু হয়েছে এই পরিষেবা, জানিয়েছেন পুজো উদ্যোক্তারা । এই প্রকল্পের উদ্বোধন করেন সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম । এই প্রসঙ্গে তিনি বলেন, "এই অক্সিজেন পার্লার প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে দরকার ৷ এটা গড়িয়ার স্টেশন এলাকায় ৷" 1 নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর, এই অঞ্চলের মানুষ, ক্লাব সংগঠন, সবার সাহায্যে মিলিত ভাবে এই ব্যবস্থা করা সম্ভব হয়েছে, জানালেন তিনি ৷ এমনকি স্কুলের প্রধান শিক্ষিকা-সহ বাকি শিক্ষিকারা, স্কুলের অন্যান্য কর্মীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, ওয়ার্ডের কাজের জন্য প্রথম ধাপে 50 হাজার টাকা তুলে দিয়েছেন ৷ তিনি সবার পাশে থেকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান ৷ এখন থেকেই তৃতীয় ঢেউ আসার আগের প্রস্তুতি নিচ্ছেন, আগামী দিনে সোনারপুর উত্তর বিধানসভার এলাকায় আরও অক্সিজেন পার্লার খোলা হবে বলে জানিয়েছেন তিনি।