ডায়মন্ড হারবার, 4 ফেব্রুয়ারি: কয়েকমাসের মধ্যে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন । তৃণমূলস্তরের এই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সবপক্ষ । এর মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) খাস তালুকে গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিরোধী দল বিজেপি । শনিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কার্যকারণী বৈঠকের আগে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে ডায়মন্ড হারবারে । হাতহাতিতে জড়িয়ে পড়ে দু'দল বিজেপি কর্মীসমর্থক । এই নিয়ে শনিবার সভা শুরুর আগে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ।
শনিবার ডায়মন্ড হারবার পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বৈঠকের ডাক দেয় বিজেপি । সুকান্ত ছাড়াও কেন্দ্রীয় বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য, রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেক নেতৃত্বে এ দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন । বৈঠক শুরু আগে দু'পক্ষকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় । চলে অকথ্য গালিগালাজ ।
জানা গিয়েছে, দলীয় পতাকা লাগানো নিয়ে বিবাদ শুরু হয় । যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, এইরকম কোন ঘটনায় ঘটেনি । যদিও সূত্রে খবর, শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মীসভার আগে টিফিন নিয়ে ঝামেলা হয় বিজেপি দুই গোষ্ঠীর মধ্যে । এরপর একে অপরের বিরুদ্ধে চড়াও হয় ৷ এই ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়েছেন (One party worker injures in BJP Factionalism) ।