পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Factionalism: সুকান্তর সভার আগে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, আহত এক কর্মী - Abhishek Banerjee

বিজেপির রাজ্য সভাপতির সভার আগেই প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল (BJP Factionalism) ৷ গেরুয়া শিবির দেখে নেবে, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মত সুকান্তর ৷

BJP Factionalism
গোষ্ঠীকোন্দল

By

Published : Feb 4, 2023, 9:37 PM IST

সুকান্তর সভার আগে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

ডায়মন্ড হারবার, 4 ফেব্রুয়ারি: কয়েকমাসের মধ্যে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন । তৃণমূলস্তরের এই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সবপক্ষ । এর মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) খাস তালুকে গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিরোধী দল বিজেপি । শনিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কার্যকারণী বৈঠকের আগে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে ডায়মন্ড হারবারে । হাতহাতিতে জড়িয়ে পড়ে দু'দল বিজেপি কর্মীসমর্থক । এই নিয়ে শনিবার সভা শুরুর আগে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ।

শনিবার ডায়মন্ড হারবার পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বৈঠকের ডাক দেয় বিজেপি । সুকান্ত ছাড়াও কেন্দ্রীয় বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য, রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেক নেতৃত্বে এ দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন । বৈঠক শুরু আগে দু'পক্ষকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় । চলে অকথ্য গালিগালাজ ।

জানা গিয়েছে, দলীয় পতাকা লাগানো নিয়ে বিবাদ শুরু হয় । যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, এইরকম কোন ঘটনায় ঘটেনি । যদিও সূত্রে খবর, শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মীসভার আগে টিফিন নিয়ে ঝামেলা হয় বিজেপি দুই গোষ্ঠীর মধ্যে । এরপর একে অপরের বিরুদ্ধে চড়াও হয় ৷ এই ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়েছেন (One party worker injures in BJP Factionalism) ।

যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, সব দলেরই কর্মী । তৃণমূল পিছন থেকে ইন্ধন দিয়ে ঝামেলা বাড়ানোর চেষ্টা করছে । এখানে কোনও ধরনের মারামারি হয়নি । বৈঠক যোগ দিতে সেখানে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যা হয়েছে আমার আছি দেখ নেব । এই নিয়ে সংবাদমাধ্যমকে কোনও চিন্তা করতে হবে না ।"

এদিন সরকারি কর্মচারীদের ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন সুকান্ত । তিনি বলেন, "এই রাজ্য সরকার সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গিয়েছে । রাজ্য সরকারের সরকারি কর্মীদের ডিএ দেওয়ার কোনও ক্ষমতা নেই । আমরা সরকারে আসার পর কর্মীদের ডিএ দেব ।" বাসন্তীর ঘটনায় তিনি বলেন, "গোটা রাজ্যে এখন বোম-বন্দুক চাষ হচ্ছে ৷ মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন পুলিশকে বোম-বন্ধুক উদ্ধার করতে, তখন পুলিশ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছে না ৷ এর দ্বারা তা প্রমাণিত হচ্ছে ।"

আরও পড়ুন:বিজেপির জেলা সভাপতিকে লক্ষ্য করে জুতো ছুড়লেন দলের মহিলা কর্মী

ABOUT THE AUTHOR

...view details