পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ভাঙড়ের তৃণমূল নেতার - তৃণমূল

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ভাঙড়ের তৃণমূল নেতা অহিদুল ইসলামের । বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ভাঙড়ের তৃণমূল শিবির ।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল নেতার
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল নেতার

By

Published : May 8, 2021, 7:51 AM IST

ভাঙড় , 8 মে : রাজ্যে উর্দ্ধমুখী করোনা সংক্রমণ ৷ এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ভাঙড়ের তৃণমূল নেতা অহিদুল ইসলামের ৷ বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ।

শুক্রবার সন্ধে বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ এবারের ভোটে তিনি তৃণমূল প্রার্থী রেজাউল করিমের হয়ে ভোট প্রচারও করেছিলেন। পারিবারিক সূত্রে খবর , কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার কারনে বাইপাসের ধারে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । শুক্রবার সন্ধ্যায় গ্রামে পৌঁছায় তাঁর মৃত্যুর মর্মান্তিক খবর ।

তৃণমূল নেতা অহিদুল ইসলাম

আরও পড়ুন :রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়াল 19 হাজারের গণ্ডি, মৃত 112

ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে ভাঙড়ের রাজনৈতিক মহলে । তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে গিয়েছিলেন ৷ এমনকি , ভাঙড় ২ ব্লকের সভাপতিও ছিলেন তিনি । তাঁর অনুগামীরা বলছেন, ' দাদাকে সব সময় ফিটই দেখেছি। বলিষ্ঠ একজন মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব। আচমকাই বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় । শারীরিক পরীক্ষার পর করোনা পজি়টিভ ধরা পড়ে । বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছিল , আজ সন্ধ্যায় সব শেষ । '

তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ভাঙড়ের তৃণমূল শিবির ।

ABOUT THE AUTHOR

...view details