পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ek Dake Abhishek: তিন সপ্তাহে ফোন করেছেন দেড় লক্ষ মানুষ ! 'এক ডাকে অভিষেক' নিয়ে আশাবাদী তৃণমূল

'দিদিকে বলো'র ধাঁচেই ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষের জন্য 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek) নামে এক বিশেষ কর্মসূচি শুরু করিয়েছিলেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তৃণমূলের দাবি, এই কর্মসূচি সফল ৷ আসন্ন ভোট মরশুমের আগে এই কর্মসূচিই সাংসদকে মানুষের আরও কাছে পৌঁছে দেবে বলে আশাবাদী শাসকদল ৷

one lakh fifty thousand people called to Ek Dake Abhishek within three weeks
Ek Dake Abhishek: তিন সপ্তাহে ফোন করেছেন দেড় লক্ষ মানুষ ! 'এক ডাকে অভিষেক' নিয়ে আশাবাদী তৃণমূল

By

Published : Jul 11, 2022, 8:38 PM IST

কলকাতা, 11 জুলাই: গত 18 জুন 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek) নামে এক বিশেষ কর্মসূচি শুরু করেছিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ এলাকাবাসী যাতে সহজেই নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি সাংসদকে বলতে পারেন, তার জন্যই চালু করা হয়েছিল বিশেষ হেল্প লাইন ৷ তিন সপ্তাহের ব্যবধানে পরিসংখ্যান বলছে, এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ মানুষ ফোন করেছেন ৷ প্রতিদিনই হাজার হাজার ফোন এসেছে ৷ তাতে নিজেদের বহু সমস্যা, অভাব, অভিযোগ তুলে ধরেছেন ডায়মন্ড হারবারবাসী ৷ এই পরিসংখ্যানকে সামনে রেখেই তৃণমূলের দাবি, 'এক ডাকে অভিষেক' কর্মসূচি সফল ৷

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে 'দিদিকে বলো' কর্মসূচি চালু করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ ভোটকুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পের ভালোরকম সুফল পেয়েছিল শাসকদল ৷ এদিকে, সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট ৷ আগামী বছর রয়েছে লোকসভা নির্বাচন ৷ সূত্রের দাবি, আসন্ন এই ভোট মরশুমের কথা মাথায় রেখেই 'এক ডাকে অভিষেক' নামে এই নতুন কর্মসূচি শুরু করা হয়েছে ৷ শাসকদলের আশা, সাংসদের সঙ্গে আমজনতার এই প্রত্যক্ষ যোগাযোগের সুফল মিলবে ইভিএম-এও ৷

আরও পড়ুন:Abhishek Slams Himanta : অসমের বন্যার দিকে নজর দিতে হিমন্তকে পরামর্শ অভিষেকের

তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবারের মানুষ যাতে তাঁদের প্রয়োজনের কথা সাংসদকে জানাতে পারেন, তার জন্যই 7887778877 টোল ফ্রি নম্বর চালু করা হয়েছিল ৷ কিন্তু, তথ্য বলছে, শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, রাজ্যের অন্য়ান্য প্রান্ত থেকেও ফোন এসেছে সাংসদের কাছে ৷ তাতে এলাকার উন্নয়ন, নেতাদের দুর্ব্যবহার, বেকারত্বের অভিযোগ জানানোর পাশাপাশি শাসকদলের কোন্দল নিয়েও অনেকেই সরব হয়েছেন ৷ অনেকই জানিয়েছেন, তাঁদের কেন্দ্রীয় সরকারি বিভিন্ন সুযোগ, সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ তৃণমূলের দাবি, সমস্যাগুলির সমাধানসূত্র বের করতে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে ৷ বহু ক্ষেত্রে সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে ৷

সূত্রের দাবি, ইতিপূর্বে করোনার টিকা প্রদানের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল ব্যাপক সাড়া ফেলেছিল ৷ একইভাবে এবার 'এক ডাকে অভিষেক' কর্মসূচিতেও যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে ৷ আসন্ন নির্বাচনগুলির আগে এই উদ্যোগ সাংসদকে মানুষের আরও কাছে নিয়ে আসবে বলে আশাবাদী জোড়াফুল শিবির ৷

ABOUT THE AUTHOR

...view details