কলকাতা, 11 জুলাই: গত 18 জুন 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek) নামে এক বিশেষ কর্মসূচি শুরু করেছিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ এলাকাবাসী যাতে সহজেই নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি সাংসদকে বলতে পারেন, তার জন্যই চালু করা হয়েছিল বিশেষ হেল্প লাইন ৷ তিন সপ্তাহের ব্যবধানে পরিসংখ্যান বলছে, এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ মানুষ ফোন করেছেন ৷ প্রতিদিনই হাজার হাজার ফোন এসেছে ৷ তাতে নিজেদের বহু সমস্যা, অভাব, অভিযোগ তুলে ধরেছেন ডায়মন্ড হারবারবাসী ৷ এই পরিসংখ্যানকে সামনে রেখেই তৃণমূলের দাবি, 'এক ডাকে অভিষেক' কর্মসূচি সফল ৷
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে 'দিদিকে বলো' কর্মসূচি চালু করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ ভোটকুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পের ভালোরকম সুফল পেয়েছিল শাসকদল ৷ এদিকে, সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট ৷ আগামী বছর রয়েছে লোকসভা নির্বাচন ৷ সূত্রের দাবি, আসন্ন এই ভোট মরশুমের কথা মাথায় রেখেই 'এক ডাকে অভিষেক' নামে এই নতুন কর্মসূচি শুরু করা হয়েছে ৷ শাসকদলের আশা, সাংসদের সঙ্গে আমজনতার এই প্রত্যক্ষ যোগাযোগের সুফল মিলবে ইভিএম-এও ৷