গোসাবা, ৯ ফেব্রুয়ারি : নোঙর করে নৌকায় বসেছিলেন চার মৎস্যজীবী। হঠাৎই তাঁদের মধ্যে একজনকে তুলে নিয়ে যায় বাঘ। নিখোঁজ ব্যক্তির নাম গীতাংশু দাস(৫১)। তাঁর বাড়ি ঝড়খালির নেহরু পল্লি গ্রামে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে বনবিভাগের কর্মীরা। তল্লাশি চলছে সুন্দরবনের সূর্যমনির চরের আশপাশে।
নৌকা থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ - fireshmen
সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়ে নিঁখোজ এক মৎসজীবী।
tiger
সুন্দরবনের জঙ্গলে মঙ্গলবার মাছ ধরতে যান গীতাংশু ও তাঁর তিন সঙ্গী। নৌকা নোঙর করে গতকাল সন্ধ্যায় তাঁরা যখন বসেছিলেন তখন হঠাৎই গীতাংশুবাবুকে বাঘ তুলে নিয়ে যায়। আচমকা জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে তুলে নিয়ে যায় ওই মৎস্যজীবীকে। সঙ্গীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন।
বনবিভাগে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থানে পৌঁছে তল্লাশি শুরু করেছে।