সুন্দরবন, 18 অক্টোবর : বাঘের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির । তিনি পেশায় মৎস্যজীবী । নাম শম্ভু মণ্ডল (56) । আরও এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেছে বাঘ । নিখোঁজ ব্যক্তির নাম রাধাকান্ত আউলিয়া (54) । গতকাল বিকেলে ঘটনাটি ঘটে সুন্দরবনের পঞ্চমুখানি 2 নম্বর এলাকার জঙ্গলে ।
সুন্দরবনে বাঘের হানায় মৃত মৎস্যজীবী, নিখোঁজ 1 - সুন্দরবন
বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । অপর এক মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় বাঘ । সুন্দরবনের পঞ্চমুখানি 2 নম্বর এলাকার জঙ্গলের ঘটনা ।
পরিবারের তরফে জানা গেছে, বুধবার সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেন শম্ভু মণ্ডল এবং রাধাকান্ত আউলিয়া । মোট তিনজন যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দু'জনই বেরিয়ে যান । গতকাল বিকেলে সুন্দরবনের নদীতে নৌকা বেঁধে জঙ্গলের পাশেই কাঁকড়া ধরছিলেন তাঁরা । সেইসময় হামলা চালায় বাঘ ৷
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে । জঙ্গলের পাশ থেকে শম্ভুর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ পাওয়া যায়নি রাধকান্তর । বন দপ্তরের কর্মীরা একটি দল গঠন করে রাধাকান্তর খোঁজে তল্লাশি শুরু করেছে । সুন্দরবন কোস্টাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।