পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসন্তী হাইওয়েতে পথদুর্ঘটনা, মৃত 1 - পাগলাহাট

পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর । পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ভাঙড় থানার পুলিশ ।

বাসন্তী হাইওয়েতে পথদুর্ঘটনা, মৃত 1
বাসন্তী হাইওয়েতে পথদুর্ঘটনা, মৃত 1

By

Published : Mar 25, 2021, 5:24 PM IST

ভাঙড় , 25 মার্চ : সাতসকালে বাজারে বেরিয়ে মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর । বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পাগলাহাট এলাকায় । মৃত ব্যক্তির নাম ওহিদ মোল্লা ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর , মৃত সবজি ব্যবসায়ী ওহিদ মোল্লার বাড়ি কাশিপুর থানার কাবিলডাঙ্গা এলাকায় । নিত্যদিনের মতো তিনি সবজি নিয়ে কলকাতায় লেদার কমপ্লেক্সে যাচ্ছিলেন । হঠাৎ বাসন্তী হাইওয়ে ধরে একটি ট্রাক সেইসময় দ্রুতগতিতে এসে তাঁর রিকশায় ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওহিদ মোল্লার । ট্রাক রেখে পালিয়ে যায় চালক ।

আরও পড়ুন :ঝাড়খণ্ড থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত মালদার তিন শ্রমিক, জানে না প্রশাসন

ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার পর বাসন্তী হাইওয়ের উপর থেকে ওই ট্রাকটিকে আটক করে পুলিশ । ঘটনার পর থেকে পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ভাঙড় থানার পুলিশ । সকালের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

ABOUT THE AUTHOR

...view details